মা? বাবা?জ্যোতিষী?
আপনি নিজে নাকি ঈশ্বর?
আর কোনটার শিকার হওয়া ভালো?
সু না কুসংস্কার?
( লেখা ৯ই এপ্রিল' ২০১৯)
অন্যের কটু কথায়, সমালোচনায় নড়ে যাই;
কেন? মন এককেন্দ্রিক নয়, কপট ভক্তি তাই।
ইষ্টসেবা বা ইষ্টকাজে যদি সত্যিই
থাকো তুমি ব্যস্ত, তবে বন্ধু আমার
তার প্রমাণ দিতে হবে কেন?
কপট ভক্তি আর লোকদেখানো সেবা
প্রমাণ দিতে চায় এ কথা জেনো।
সৎসঙ্গী করে ইষ্টসেবা আর
রাজনৈতিক বা সমাজকর্মী করে মানবসেবা।
মানবসেবায় আছে সূক্ষ্ম অহংকার
আর ইষ্টসেবায় আছে বৈরাগ্য।
এ কথা ভেবেছে কবে কেই বা!!
এ কথা ভেবেছে কবে কেই বা!!
ইষ্টসেবায় যদি বৈরাগ্য থাকে
তবে মন থাকে নিয়ন্ত্রণে,
কারও সমালোচনায় মন চঞ্চল হয় না।
ইষ্টসেবা নীরবে প্রচার বিহীন করতে হয়,
যা করতে হয় তা' থাকুক মনের কোনে।
'সৎসঙ্গ'-এর বিরুদ্ধে দীক্ষিত-অদীক্ষিতদের
যাবতীয় বালখিল্য কথা আর বিরোধীতা
তিন নম্বর ছাগল ছানার মায়ের বাঁটের
দু'পাশে লম্ফঝম্প করা সমার্থক কথা।
ইষ্টসেবা নেই কিন্তু মানবসেবা আছে
এ কথার অর্থ,
আস্তিনের তলায় খঞ্জর লুকানো আছে।
ধর্ম্ম মানে অথচ ধর্ম্ম মূর্ত হয়েছে যে আদর্শে
সেই আদর্শকে মানে না, স্বীকার করে না,
এ কথার অর্থ,
সে ধর্ম্ম মানে না, ধর্ম্মের অর্থও জানে না, সে কপট।
( লেখা ৯ই এপ্রিল' ২০২৪)
No comments:
Post a Comment