ভাববার দরকার কি?
বেশী ভাবলেই বুদ্ধিজীবী!!!
নিজেকে বড় প্রমাণ করতে চাও?
বড়কে পায়ের তলায় নাও।
বড়কে পায়ের তলায় নাও।
প্রচারে আসার সহজ উপায়?
এসো প্রাতঃস্মরণীয়র মুন্ড চিবায়!!অসম্মান বুদ্ধিজীবীদের মূল মন্ত্র?
জীবন শুরু দিয়ে যার ভুল
আর ভুল! জানো কি তার মাশুল?সকালেই বিকেলের ফুল।
ছোটো হ'তে চাও?
তাহ'লে বড়কে ছোটো আর ছোটোকে
আরও ছোটো ক'রে লাথি মেরে
পাতালে ঢুকিয়ে দাও।
গগন এসো হাতে হাত রেখে হ'ই মগন!
জীবন শুরু দিয়ে যার ভুল আর ভুল,
জানো কি তার মাশুল?
সকালেই বিকেলের ফুল।ছেলে মেয়ে বউ,
ভাই বন্ধু প্রতিবেশীকাউকেই কিছু যাবে না বলা
যেন ভিনদেশি!
আমাদের ইচ্ছেটা আমাদেরই
আমাদের ইচ্ছেটা আমাদেরই
আমরা আয়েশি!!
রাধার ধারা বহে যায়, ভেসে যায়, কারা!?
জীব জগৎ, জীবন কারণ, যত চন্দ্র সূর্য তারা!!( লেখা ১৭ই এপ্রিল'২০১৭)
No comments:
Post a Comment