Powered By Blogger

Wednesday, April 16, 2025

বিচিত্রা ১২৬

দীপক ঠিক! জ্বালিয়ো না প্রদীপ।
ভাববার দরকার কি?
বেশী ভাবলেই বুদ্ধিজীবী!!!

নিজেকে বড় প্রমাণ করতে চাও?
বড়কে পায়ের তলায় নাও।

প্রচারে আসার সহজ উপায়?
এসো প্রাতঃস্মরণীয়র মুন্ড চিবায়!!

নিজের প্রতিষ্ঠার জন্য অন্যের অপ্রতিষ্ঠা,
অসম্মান বুদ্ধিজীবীদের মূল মন্ত্র?

জীবন শুরু দিয়ে যার ভুল
আর ভুল! জানো কি তার মাশুল?
সকালেই বিকেলের ফুল। 

ছোটো হ'তে চাও? 
তাহ'লে বড়কে ছোটো আর ছোটোকে 
আরও ছোটো ক'রে লাথি মেরে 
পাতালে ঢুকিয়ে দাও।

গগন এসো হাতে হাত রেখে হ'ই মগন!

জীবন শুরু দিয়ে যার ভুল আর ভুল, 
জানো কি তার মাশুল?
সকালেই বিকেলের ফুল।

ছেলে মেয়ে বউ,
ভাই বন্ধু প্রতিবেশী
কাউকেই কিছু যাবে না বলা 
যেন ভিনদেশি!
আমাদের ইচ্ছেটা আমাদেরই 
আমরা আয়েশি!!

রাধার ধারা বহে যায়, ভেসে যায়, কারা!?
জীব জগৎ, জীবন কারণ, যত চন্দ্র সূর্য তারা!!
( লেখা ১৭ই এপ্রিল'২০১৭)







































No comments:

Post a Comment