যারা ঝোলের লাউ আর অম্বলের কদু।
আমসার লেখাতেও লাইক দেয় আবার
যারা আমায় গালাগালি করে তাদেরও দেয়!
তারা হাদু আর ভোঁদু।
মনে মনে ভাবি
এ বাংলায় আমরা থাকি কারা?
কাদের এই বাংলা?
বাংলার গাধা নাকি গাধার বাংলা?
ঠাকুরের করছো কাজ সেখানেও বাধা!?
ছেলে মেয়ে বউ সবাই আপন, থাকলে মৌ।
না থাকলে মৌ, আপন নয় কেউ,
শুধুই ঘেউ ঘেউ!!
এ কোন বাংলা!
শুধুই ঘেউ ঘেউ!!
এ কোন বাংলা!
যেখানে বপন হয় প্রতিনিয়ত হিংসার বীজ,
ছড়ানো হয় এ কোন আলো!?
ক্ষমতা দখলের জন্যে যত ইচ্ছা
মানুষ খেপিয়ে তোল!!
এ কোন বাংলা রেখে যাচ্ছো?
কাদের হাতে ছেড়ে দিচ্ছো এই বাংলা!?
তাত্ত্বিক আমেজে ডুবে থেকে বন্ধু
প্রজন্মের পর প্রজন্ম ক'রে দিয়ে
খোঁড়া আর ল্যাংড়া!!
( লেখা ২০শে এপ্রিল' ২০১৮)
আজ যাকে দান করছো কাল তোমাকে
হাত পেতে সেই দান গ্রহণ করতে না হয়!
সাবধান! চিরদিন কাহারো সমান নাহি যায়!
করোনার বিপর্যয়ে যাকে করছো আজ করুণা
সেই করুণা বুমেরাং হ'য়ে ফিরে না আসে তোমার কাছে!
সাবধান! চিরদিন কাহারো সমান নাহি যায়!
হাত পেতে যে নিচ্ছে সাহায্য তার ফটো তুলে
তুমি তাকে করছো খাটো!
সাবধান! চিরদিন কাহারো সমান নাহি যায়!
ভাগ্যের পরিহাসে কাল হয় না যেন এর উল্টো
কিংবা হ'য়ে না যাও নিজেই ফটো!!
(লেখা ২০শে এপ্রিল' ২০২০)
সৎসঙ্গী কে?বাপ কা বেটা সহিস কা ঘোড়া
কুছ নেহী তো থোড়া থোড়া।
বাপ কে? পুরুষোত্তম পরমপিতা।
(লেখা ২০শে এপ্রিল' ২০২৩)
ছড়ানো হয় এ কোন আলো!?
ক্ষমতা দখলের জন্যে যত ইচ্ছা
মানুষ খেপিয়ে তোল!!
এ কোন বাংলা রেখে যাচ্ছো?
কাদের হাতে ছেড়ে দিচ্ছো এই বাংলা!?
তাত্ত্বিক আমেজে ডুবে থেকে বন্ধু
প্রজন্মের পর প্রজন্ম ক'রে দিয়ে
খোঁড়া আর ল্যাংড়া!!
( লেখা ২০শে এপ্রিল' ২০১৮)
আজ যাকে দান করছো কাল তোমাকে
হাত পেতে সেই দান গ্রহণ করতে না হয়!
সাবধান! চিরদিন কাহারো সমান নাহি যায়!
করোনার বিপর্যয়ে যাকে করছো আজ করুণা
সেই করুণা বুমেরাং হ'য়ে ফিরে না আসে তোমার কাছে!
সাবধান! চিরদিন কাহারো সমান নাহি যায়!
হাত পেতে যে নিচ্ছে সাহায্য তার ফটো তুলে
তুমি তাকে করছো খাটো!
সাবধান! চিরদিন কাহারো সমান নাহি যায়!
ভাগ্যের পরিহাসে কাল হয় না যেন এর উল্টো
কিংবা হ'য়ে না যাও নিজেই ফটো!!
(লেখা ২০শে এপ্রিল' ২০২০)
সৎসঙ্গী কে?বাপ কা বেটা সহিস কা ঘোড়া
কুছ নেহী তো থোড়া থোড়া।
বাপ কে? পুরুষোত্তম পরমপিতা।
(লেখা ২০শে এপ্রিল' ২০২৩)
No comments:
Post a Comment