Powered By Blogger

Saturday, April 12, 2025

বিচিত্রাঃ ১২০

ঠাকুর আছেন, তিনি সব দেখছেন।
তুমি আছো, তুমি কি তাঁকে দেখছো?
যদি দেখে থাকো তবে ভয় পেয়ো নাকো।
তিনি সব কিছুর সমাধান দেবেন।

শয়তানের বন্ধু কে? কপট ঈশ্বর বিশ্বাসী যে!
অধর্মের সাথী কে?
ধর্মের ধ্বজাধারী যে!

শয়তানের শয়তানির প্রধান পৃষ্ঠপোষক তিনি;
ধর্মের নামে ঈশ্বরের সংগে বেইমানী করেন যিনি।

মাঝে মাঝে ভাবি,
ঠাকুর কি হবে এসব ক'রে;
হতাশায় বুক ভাঙে
যখন ঘর শত্রু রাবণ ধ্বজা ধরে।

এ এক ভয়ঙ্কর সময়! কি করি,
কি যে উপায় ভেবে ভয় হয়!ভুল করিনি, করিনা;
তবুও হে ঈশ্বর!
ক্ষমা ক'রো তোমার বিচারে
যদি কোনও ভুল হয়।

জানি প্রভু তুমি আছো আমার সাথে!
কিসের ভয়! কাকে ভয়!
ঘোর অমাবস্যার রাতে!

সবাইকে নিয়ে চলতে চাই,
করতে চাই তোমার কাজ;
আজ যাকে ভাবি বন্ধু
প্রভু! কাল সে মাথায় পড়ে হ'য়ে বাজ!
( লেখা ১২ই এপ্রিল'২০১৮)

ক্ষমতাসীন অসৎ লোকের কাছে 
ক্ষমতাহীন সৎ লোকের 
হাত পেতে সাহায্য নেওয়ার চেয়ে 
আত্মহত্যা করা বা করোনার হাতে মরা ঢের সম্মানের!

কপট সাধুর হাতে অমৃত খাওয়ার চেয়ে 
অকপট অসাধুর হাতে বিশ্বাস ক'রে 
অমৃত মনে ক'রে বিষ খেয়ে মরা বা 
করোনায় মরা অনেক গর্বের!
( লেখা ১২ই এপ্রিল'২০২০)

ভাবছি,
নিজের মাথার ঘায়ে কুকুর নিজেই পাগল!
অন্যকে কামড়ে কি আর পাগল করবে!?
অবিলম্বে চিকিৎসা প্রয়োজন। 
এসো পাশে দাঁড়াও,
ঈশ্বর রক্ষা করবে।

সুর্য পশ্চিমে হেলে পড়েছে! 
অস্ত যাওয়ার সময় হয়েছে 
তবুও ঘুম ভাঙছে না!? 
বন্ধু! কাল সকাল যদি আর না আসে 
তবে দয়ালের কাজ করার
আর সুযোগ পাবে না।

নিজেকে পাল্টাও!
কথার জাগলারিতে অন্যকে পাল্টাতে যেও না।
আপশোষের শেষ থাকবে না।
শেষের সেদিনে কেউ পাশে থাকবে না।

দয়ালের জন্য বাঁচি, বেঁচে আছি।
কারও জন্য বাঁচি না, বাঁচতে চাই না।
দয়ালের জন্য বাঁচি তাই সবার জন্য বাঁচতে চাই।
( লেখা ১২ই এপ্রিল'২০২১)

দয়াল! পথ চেয়ে আছি বসে 
কবে আবার আসবে তুমি এ আশায়! 
আজ বুঝি সেদিন কত দুঃখ কষ্ট, ব্যথা, যন্ত্রণা 
লেখা ছিল শবরীর শরীরে মনে আর 
পরতে পরতে তার বাসায়।
( লেখা ১২ই এপ্রিল'২০২২)
































No comments:

Post a Comment