প্রকাশ! নৌকো যে টলোমলো! ব্যষ্টি জীবন, সমষ্টি জীবনের উত্তাল সমুদ্রে ব্যক্তি আমি থেকে সমষ্টি আমি নৌকো যে ভয়ংকর ভাবে দুলছে! হাল ধরার কেউ নেই! পারে দাঁড়িয়ে, নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সবাই সাঁতার কাঁটার পদ্ধতি শেখাচ্ছে! চারিদিকে সবাই হঠাৎ ঘুম ভেঙ্গে জেগে উঠে ভোকাল হয়ে উঠেছে! সমস্যার পর সমস্যা তুলে ধরছে! নিজে চালুনি হয়ে সূচের ফুটো খুঁজে বেড়াচ্ছে!
প্রকাশ, সমস্যা বহু এ-কথা সত্যি কিন্তু সমাধান কউ(কোথায়)? সুযোগ সন্ধানীরা বলছে, ‘দে মা লন্ডভন্ড করে লুটেপুটে খায়’!! কায়েমি স্বার্থ বলছে, ‘মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার’! ফেলো কড়ি মাখো তেলের মত ফেলো তুলি, মারো গরম বুলি, বাংলা, বাঙ্গালী চুলোয় যাক; এসো সবাই, যে আছো যেথায়, একতায় বিচ্ছেদের পতাকা তুলি!’
প্রকাশ, বড়লোক চিরকাল বড়লোক আর গরীব চিরকাল গরীব, বোকা চিরকাল বোকা আর চালাক চিরকাল চালাক! এটা আর কিছু নয়! এ শুধু হাঁদা আর ভোঁদাদের লড়াই! হাঁদাকে মারে ভোঁদা চিরকাল, চিরদিন। আর প্রকাশ, ভোঁদাকে মারে কিন্তু খোদা! এ কথাটা কিন্তু মনে রেখো।
প্রকাশ, সৎসঙ্গের প্রধান আচার্য্যদেব শ্রী শ্রী বড়দার কথাটা মনে আছে তো? একটা ফুটোও ফুটো, দশটা ফুটোও ফুটো। জল কিন্তু বেরিয়ে যাবে। দশটা ফুটো দিয়ে তাড়াতাড়ি আর একটা ফুটো দিয়ে দেরিতে বেরোবে। কিন্তু বেরিয়ে যাবে। এই যা! একদিন আগে আর পরে! বেরোবেই!! তাই সাধু সাবধান!!!
প্রকাশ, মনের আয়নায় দাঁড়িয়ে একবার নিজেকে আপাদমস্তক দেখে নাও আর কান পেতে একবার শুনে নাও, বিবেক তোমায় কি বলছে। জীবনের সফরটা বড় অল্প দিনের! সবটাই ‘dam care and don’t bother’ বলে উড়িয়ে দিও না। Minimum একটা মুল্যবোধের মুল্য দিও। তোমার কছে তোমার দেশ, তোমার সমাজ, তোমার পরিবার, তোমার জীবন minimum values আশা করে।
প্রকাশ, মনে রেখো The greatest phenomenon of the world present living Supreme Being Sri Sri Thakur Anukulchandra-এর সাবধান বাণী, “ তুমি যদি সৎ হও, তোমার দেখা-দেখি হাজার-হাজার লোক সৎ হ’য়ে পড়বে। আর, যদি অসৎ হও, তোমার দুর্দ্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউ থাকবে না; কারণ, তুমি অসৎ হ’য়ে তোমার চারিদিকই অসৎ ক’রে ফেলেছ। তুমি ঠিক-ঠিক জেনো যে, তুমি তোমার, তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্ত্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী”।
( লেখা ৭ই এপ্রিল'২০১৭)
No comments:
Post a Comment