Powered By Blogger

Sunday, April 13, 2025

বিচিত্রা ১২২

ঈশ্বর এক ও একমাত্র গণতন্ত্র প্রেমী গণদেবতা।
তিনি মানুষকে স্বাধীন ও স্বরাট ক'রে পাঠিয়েছেন
আর সেই মহৎ সুযোগের অপব্যবহার ও অপপ্রয়োগ
করছে অকৃতজ্ঞ, নেমকহারাম, বেইমান ও বিশ্বাসঘাতক মানুষ।


'সৎসঙ্গ' জ্ঞানের গোলাঘর আর
সৎসঙ্গীরা বিশ্বের সেরা ধনী;
তবুও আজ ঘরে ঘরে সৎসঙ্গীরা 
মূর্খ ও গরীব! কেন?
\
সৎসঙ্গ সত্যযুগ আনয়নের পথিকৃৎ
আর, সৎসঙ্গীরা 'সৎসঙ্গ'-এর সৈনিক।
তবু সৎসঙ্গীরা পড়ে রয়েছে ,
বুঁদ হ'য়ে দিন কাটাচ্ছে মিথ্যা যুগে দৈনিক।

অনেক জনম পরে ভাগ্যক্রমে 
যদিও পেলে ঠাঁই তাঁর চরণ তলে 
তবুও অভাগা তুমি রইলে মেতে 
অমূর্ত ভগবানে, মূর্ত পিছনে ফেলে!

ইষ্টপূজার নামে করছো ইষ্ট বিরোধীতা
বুঝেও না বুঝে আছো তুমি,
দেখছে বিধাতা।
এমন অভাগা তুমি!?
দিন কেটে আসছে রাত
সামনে দেখবে শ্মশান ভূমি।

"রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর";
বাবাইদাদা রূপে প্রভু লীলা করেন কি সুন্দর!!
( লেখা ১৩ই ডিসেম্বর'২০১৮)


























































 

























No comments:

Post a Comment