তুমি নাস্তিক নাকি যে আস্তিক!
যেদিকে তাকাই শুধু জুডাসের চুমু!
তুমিও কি জুডাস? নাকি আমি?জুডাস কি মীরজাফর নাকি নাস্তিক!?
আস্তিকের আস্তিনে আস্তানা গেড়েছ লুকিয়ে!
কে তুমি? তুমি কি জুডাস নাকি মীরজাফর?
ঈশ্বরের চেয়েও মহান, জ্ঞানী!!
( লেখা ১৩ই এপ্রিল' ২০১৭)
কিন্তু
রিপু তাড়িত আমি বৃত্তি-প্রবৃত্তির চরণ ধ'রে মরি!
দু'জনের মাঝে তবে কেন উঠছে দেওয়াল?
ফাটল ধরছে কেন ভাই!?
গলদ কোথায়!!
শয়তান মুচকি হেসে বলছে,
ওরে নরক যাবি সোজা,
সারা জীবন করেছি ভুল, প্রভু!
ঝাঁকি মেরে তুই দ্যাখ একবার
মরছো খুঁজে পথ!!
সেজেগুজে এসে
মঞ্চে বসে যারা।
সেজে গুজে বাগানে
বেড়াতে আসে যারা।
নিজের ব্যক্তিগত কাজে ভুল
আকাশ পাতাল তফাৎ ভাই;
মনে রেখে এই তফাৎ
সতর্ক থেকো তাই।
কাঞ্চন টঙ্কারে দিগ্বিদিক অন্ধকার!!
( লেখা ১৩ই এপ্রিল'২০১৮)
প্রভু! জানি তুমি চাও
তোমার কাজ আমি করি;কিন্তু
রিপু তাড়িত আমি বৃত্তি-প্রবৃত্তির চরণ ধ'রে মরি!
বাঁচার নেই কোনও আর উপায়।
তুমিও করছো ঠাকুর পূজা,
আমিও করছি তাই;দু'জনের মাঝে তবে কেন উঠছে দেওয়াল?
ফাটল ধরছে কেন ভাই!?
গলদ কোথায়!!
গলদ পুষে রেখে মনে
করছো প্রভুর পূজা!শয়তান মুচকি হেসে বলছে,
ওরে নরক যাবি সোজা,
তুই প্রভুর যতই ওড়া ধ্বজা!
আমার কোনও কাজ নয়,
আমার নিজের জীবনে নিজের কাজেসারা জীবন করেছি ভুল, প্রভু!
তোমার কোনও কাজে যেন কোনও ভুল না হয়।
মানব সেবার নামে
তুমি করছো ধনের সেবা?ঝাঁকি মেরে তুই দ্যাখ একবার
'শয়তান না ভগবান'
অন্তরেতে আছে বসে কেবা!?
অন্তরেতে আছে বসে কেবা!?
লম্ফ দিয়ে ঝম্প মেরে ছোটাচ্ছো তাঁর মিশন রথ?
গোলকধাঁধায় মরছো ঘুরে,মরছো খুঁজে পথ!!
দোষ ধরে কারা?
কোনও কাজ করে না, আরসেজেগুজে এসে
মঞ্চে বসে যারা।
সাজানো বাগানে ফুল তোলে কারা?
মুখে মারিতং জগৎ, আরসেজে গুজে বাগানে
বেড়াতে আসে যারা।
ঈশ্বরের কাজে ভুল
আরনিজের ব্যক্তিগত কাজে ভুল
আকাশ পাতাল তফাৎ ভাই;
মনে রেখে এই তফাৎ
সতর্ক থেকো তাই।
ঘরে ঝগড়া, বাইরে ঝগড়া
টিভির চ্যানেলে চ্যানেলেও তাই! ঝগরা মারামারি এখন অক্সিজেন,
প্রেম ভালোবাসা কার্বনডাইঅক্সাইড!!
কাল তো দু'মুঠো ভাত জুটতো না,
চোখের জল দেখেছি তোমার
আর আজ এত অহংকার!কাঞ্চন টঙ্কারে দিগ্বিদিক অন্ধকার!!
( লেখা ১৩ই এপ্রিল'২০১৮)
No comments:
Post a Comment