Powered By Blogger

Tuesday, September 3, 2024

খোলা চিঠিঃ বাচ্ছু কীর্তনীয়াদাদাকে ২য় খোলা চিঠি।

আপনার প্রথম পোষ্টের স্বপক্ষে সাফাই স্বরুপ আপনার দ্বিতীয় পোস্ট পড়লাম। আপনার প্রথম পোষ্টে সৎসঙ্গ জগতের গান সংক্রান্ত আপনার ব্যক্তিগত মতকে প্রতিষ্ঠিত করার জন্য দ্বিতীয়বার আরও মজবুত ক'রে বিরুদ্ধতার কলম ধরলেন প্রকাশ্যে এবং আপনার বিরুদ্ধ মতকে ছক্কা মেরে উড়িয়ে দিলেন। তাই আমিও আপনার প্রকাশ্যে কলম ধরার জন্য ও আপনার বক্তব্যকে খন্ডন করার জন্য এবং আপনার মহানুভবতার প্রকাশ্য প্রচারকে সামনে তুলে ধ'রে বর্তমান সৎসঙ্গ ধারার বিরোধিতার বিরুদ্ধে কলম ধরার জন্য প্রকাশ্যে আবার আপনাকে খোলা চিঠি লিখলাম। আপনি যে আপনার প্রথম পোষ্টের বক্তব্যে সঠিক ছিলেন তা নানা বিশ্লেষণে আরও বিশদে ব্যাখ্যা করলেন আপনার দ্বিতীয় পোস্টে। আর ব্যাখ্যার শেষে লিখলেন, "-----------------এইসব অনেক কথা বলা যায় সেগুলো আর বলবো না। কারণ ---------------আবার হৈ হট্টগোল শুরু ক'রে দেবে কিছু মানুষজন। তারা এতবড় ভক্ত যে তাদের বোঝানোও আমার অসাধ্য।"

এখন আমার প্রশ্নঃ
১) আপনি আপনার প্রথম পোষ্টের মত দ্বিতীয় পোষ্টেও বর্তমান বাদ্যযন্ত্রসহ গান প্রসঙ্গে তীব্র সমালোচনার পড়েও আর কি অনেক কথা বলবেন? আপনার দু'দুটো পোস্টে বর্তমান সৎসঙ্গের গানের ধারা প্রসঙ্গে প্রকাশ্যে বিশদে সমালোচনা সত্ত্বেও মন ভরছে না? মন শান্ত হচ্ছে না? এত দুশ্চিন্তা কিসের? আপনি কি হারাচ্ছেন? সৎসঙ্গ জগতের কি ক্ষতি হচ্ছে? সৎসঙ্গ জগতে মালিক নেই? কে বা কারা হৈ চৈ হটগোল করছে? কে প্রথম হৈ চৈ হট্টগোলের সূচনা করলো? কে বিরোধিতার আগুনের স্ফুলিঙ্গ ছড়ালো সৎসঙ্গ জগতে? তুমি মহারাজ সাধু হ'লে আজ বাকীরা আজ অসাধু বটে? আপনার কথার বিরোধিতা করলেই তাদের 'বড় ভক্ত' ব'লে ব্যাঙ্গ করবেন আর আপনি সৎসঙ্গ জগতের বর্তমান গানের ধারার বিরুদ্ধে প্রকাশ্যে কটুক্তি সহ নানা যুক্তির অবতারণা ঘটিয়ে তীব্র সমালোচনা করবেন আপনার পক্ষে সমর্থনসূচক আর্জি নিয়ে আপনার পরিচিত জনের কাছে ভিক্ষা চেয়ে আর আচার্য পরম্পরাকে অসম্মান অবমাননা করবেন তখন যদি আপনাকে বলা হয় আপনি আচার্যদেব ও ঠাকুরবাড়ির শ্রীশ্রীদাদাদের থেকেও উচ্চকোটির বা ঈশ্বরকোটি পুরুষ তখন আপনার কাছে এই উপাধি ব্যাঙ্গ ব'লে মনে হবে নাতো? আপনি খুশী হবেন তো? মেনে নেবেন তো এই তকমা?


২) আপনার লেখার সমালোচকদের আপনি ''বড় ভক্ত' ব'লে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারেন আর আপনাকে কেউ গান সম্পর্কে যদি কোনও প্রশংসাসূচক বিশেষণ প্রয়োগ করেন তখন সেটা দোষের? আপনার প্রকাশ্যে সমালোচনা করা, ব্যঙ্গ বিদ্রুপ করা দোষের না?

এরপরে আপনি আপনাকে যারা গালাগালি দিচ্ছে বলছেন, ব্যাঙ্গ বিদ্রুপ করছে বলছেন, পরিবার নিয়ে, গান নিয়ে, রোজগার নিয়ে কটুক্তি, দয়া করছে বলছেন তাদের বিরুদ্ধে আপনি কি করছেন?

আপনি লিখেছেন, আপনি তাদের ভালোবাসা জানাচ্ছেন, ভালো থাকার কামনা করেছেন। কিন্তু পরমূহুর্তে কি লিখছেন? এ সম্পর্কে আপনি লিখেছেন, "এ সমস্ত যার যার রুচির পরিচয়, পারিবারিক শিক্ষার পরিচয়।"
এখানে আমার প্রশ্নঃ

আপনি এদের উদ্দেশ্য ক'রে বলেছেন, এরা মানসিক অসুস্থ। এবং এদের উদ্দেশ্যে মূর্খ, তুই, তোকারি ক'রে মন্তব্য করেছেন। এক্ষেত্রে আপনার রুচির, আপনার পারিবারিক শিক্ষার কি পরিচয় পাওয়া গেল?
আবার আপনার লেখার শেষে অভিমান ফুটে উঠেছে আপনার আপনজনরা কেন আপনার হ'য়ে প্রতিবাদ করেনি। তাদেরও আপনি বুক ভরা অভিমান নিয়ে ভালোবাসা জানিয়েছেন, ভালো থাকার প্রার্থনা করেছেন। এটাকে কি বলবো? আপনার পক্ষে সহানুভূতি টানার হ্যাংলামো না ব্ল্যাকমেইল?

আচ্ছা আপনার মনে আছে আপনার প্রথম পোষ্টে যখন আমি মন্তব্য করেছিলাম তখন দু'জন আমার মন্তব্যের সমর্থনে মন্তব্য করেছিলেন ব'লে আপনি তাদের কি বলেছিলেন? বলেছিলেন তারা নাকি আমার লোক! যদিও আমি তাদের চিনিও না। যদি তাদের ও তাদের উদ্দেশ্যে করা আপনার মন্তব্য ডিলিট না ক'রে থাকেন তাহ'লে দেখে নিতে পারেন। মনে হয় নেই। ডিলিট হ'য়ে গেছে।

এবার আসি শেষ প্রশ্নেঃ
আপনি আপনার করা প্রথম ও দ্বিতীয় পোস্ট ডিলিট করবেন না বলেছেন। ডিলিট করা বা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একথাও আপনাকে জানিয়ে রাখি যতবার আপনি প্রকাশ্যে বর্তমান সৎসঙ্গ ধারা তা সে গানের ধারা হ'ক, সৎসঙ্গ পরিচালনার ধারা হ'ক কিম্বা আচার্য পরম্পরার এবং ঠাকুরবাড়ির বিরোধিতার জন্য কলম ধরবেন ততবারই আমি আপনাকে প্রকাশ্যে চিঠি লিখবো।

এবার আসি সরাসরি আপনার ভালোমানুষির প্রশ্নে। আমি যখন আপনার প্রথম পোষ্টে মন্তব্য করলাম তখন তার উত্তরে আপনি আমাকে রেগে গিয়ে যে অপমান, লাঞ্চনা, কটুক্তিতে ভরা দীর্ঘ কমেন্ট করলেন তা ডিলিট করলেন কেন? আপনি উত্তেজিত হ'য়ে হিতাহিতজ্ঞানশূন্য হ'য়ে কি লিখেছিলেন আপনার মনে আছে? আপনার আমাকে লেখা কমেন্ট সমস্ত গুরুভাইবোন পাঠককূলকে পড়তে দিলেন না কেন? কেন মুছে দিলেন? দেখতাম আজ যারা আপনার বিনয়ের পক্ষে, মহানুভবতার পক্ষে কলম ধরেছেন তখন আপনার আমাকে লেখা কটুক্তিতে ভরা কমেন্ট পড়ে কি বলতো, কি লিখতো। আমাকে লেখা আপনার একটা দু'টো কটুক্তি মনের ঘর থেকে বের ক'রে এনে আপনার স্মৃতি শক্তিকে জাগ্রত করার জন্য তুলে ধরলাম। আপনি লিখলেন, আমার বয়সের কথা ভেবে নাকি আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন। কিছু বলছেন না। আমার জিজ্ঞাস্যঃ আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন দয়া ক'রে। যদি বয়স কম হ'তো কি করতেন? মারতেন? খুন করতেন? এছাড়া লিখলেন, আমার লেখার কোনও মাথামুণ্ডু নেই। অর্থহীন পাগলের প্রলাপ। আমার দু'একটা লেখা নাকি আপনি ফেসবুকে পড়েছেন। তখন দেখেছেন, সব লেখা ফালতু। আজেবাজে ভিত্তিহীন সব লেখা। তাই আমার এই কমেন্টও ফালতু, এর কোনও গুরুত্ব আপনার কাছে নেই ইত্যাদি ইত্যাদি আরও অনেক আপত্তিজনক ক্রোধান্বিত দীর্ঘ মন্তব্য। যা লিখে আপনাকে আর বেশী লজ্জায় ফেললাম না, লেখা আর দীর্ঘ করলাম না।
যাক আপনি আমার 'রা' নন্দিত জয়গুরু জানবেন ও অকৃত্রিম ভালোবাসা নেবেন।
----------প্রবি। ( লেখা ৪ই সেপ্টেম্বর'২০২২)

No comments:

Post a Comment