( হামিম ফারুকের কবিতার উত্তরে)
হামিমদা,
যত দূরে গেছি তত মন বলেছে,
'ফিরে চল মন নিজ নিকেতন!'
কবিতায় যত ডুব দিই তত পঙক্তি বলে,
'যেথা আছে আমার বড় প্রিয়, বড় আপনজন!!'
পারি না ফিরিতে, পারি না বলিতে, পারি না সহিতে আর.........
স্মৃতি নিয়ে আছি বেঁচে, স্মৃতি নিয়ে চাই চলে যেতে বন্ধু তোমার!!
থাক চাপা যত পুরাতন........., ঝাঁপি খুলে যাক আর চাই না এখন!
স্মৃতির যাতনা ভুলে যেতে চাই স্মৃতিভ্রংশ শেষ জীবন;
হামিমদা! চাই এক শান্ত শান্তিময় নিরালা নিকেতন!!
প্রবি।
( লেখা ১১ই সেপ্টেম্বর'২০১৮)
হামীম ফারুক
September 11, 2018 ·
যত দূরে যাই
..
যত দূরে যাই,
মানুষের মায়া কাছে ডাকে, দূরত্ব সব বুঝে নেয়,
যত দূরে যাই,
গাছের শেকড় ছড়িয়ে পড়ে পাঁচিলের গায়ে
প্রতি বসন্তে পোষা বেড়াল অপেক্ষা করে কার্নিশের কোনে
যত দূরে যাই,
আকাশ কাছে যেতে ডাকে,
পাহাড় ডেকে বলে, নদী ভুলে গেছে এখন ফিরতে হবে
যত দূরে যাই,
পায়ের কাছে ঘোরে প্রকৃতি পুরাণ
অবশ্যসম্ভাবী ঋতু ছুঁড়ে দেয় অবিনাশি জাল
যত দূরে যাই
চেনা দৃশ্যাবলী ত্রস্তে ঢুকে পড়ে ফটো এ্যালবামে
শ্রুতি বধির করে দ্যায় ঝিঁঝিঁ পোকার কোরাস
যত দূরে যাই
দৃশ্যমান হয় বসন্ত বিলাস, শীতের শস্যখেত
যত দূরে যাই, হিসেবের খাতাগুলো বড় চেনা ঠেকে
যত দূরে গেছি তত মন বলেছে,
'ফিরে চল মন নিজ নিকেতন!'
কবিতায় যত ডুব দিই তত পঙক্তি বলে,
'যেথা আছে আমার বড় প্রিয়, বড় আপনজন!!'
পারি না ফিরিতে, পারি না বলিতে, পারি না সহিতে আর.........
স্মৃতি নিয়ে আছি বেঁচে, স্মৃতি নিয়ে চাই চলে যেতে বন্ধু তোমার!!
থাক চাপা যত পুরাতন........., ঝাঁপি খুলে যাক আর চাই না এখন!
স্মৃতির যাতনা ভুলে যেতে চাই স্মৃতিভ্রংশ শেষ জীবন;
হামিমদা! চাই এক শান্ত শান্তিময় নিরালা নিকেতন!!
প্রবি।
( লেখা ১১ই সেপ্টেম্বর'২০১৮)
হামীম ফারুক
September 11, 2018 ·
যত দূরে যাই
..
যত দূরে যাই,
মানুষের মায়া কাছে ডাকে, দূরত্ব সব বুঝে নেয়,
যত দূরে যাই,
গাছের শেকড় ছড়িয়ে পড়ে পাঁচিলের গায়ে
প্রতি বসন্তে পোষা বেড়াল অপেক্ষা করে কার্নিশের কোনে
যত দূরে যাই,
আকাশ কাছে যেতে ডাকে,
পাহাড় ডেকে বলে, নদী ভুলে গেছে এখন ফিরতে হবে
যত দূরে যাই,
পায়ের কাছে ঘোরে প্রকৃতি পুরাণ
অবশ্যসম্ভাবী ঋতু ছুঁড়ে দেয় অবিনাশি জাল
যত দূরে যাই
চেনা দৃশ্যাবলী ত্রস্তে ঢুকে পড়ে ফটো এ্যালবামে
শ্রুতি বধির করে দ্যায় ঝিঁঝিঁ পোকার কোরাস
যত দূরে যাই
দৃশ্যমান হয় বসন্ত বিলাস, শীতের শস্যখেত
যত দূরে যাই, হিসেবের খাতাগুলো বড় চেনা ঠেকে
No comments:
Post a Comment