Powered By Blogger

Tuesday, September 3, 2024

কবিতা/গান" নব বৃন্দাবন।

মোদের দয়াল এসেছে রে নব বৃন্দাবন
(দেওঘরের) নব বৃন্দাবন!
যেথা রাজার রাজা দয়াল আমার
সাজে আকিঞ্চন, নব বৃন্দাবন!
যেথা সকাল সন্ধ্যা বারো মাসে
বাঁচার টানে মানুষ আসে
দিনেরাতে বারো মাসে
বাড়ার পথ মানুষ খোঁজে
(প্রভুর) গায়ের সুবাস ছড়িয়ে আছে ঠাকুর নিকেতন!
নব বৃন্দাবন!
দেওঘরের নব বৃন্দাবন!
যেথা রাধা নামের ঢেউ ওঠে রে নদী দারোয়ায়
ডিগরিয়ার পাহাড় তলে প্রভুর হাসি শোনা যায়
আজো যাহার জাম তলে গন্ধ ভাসে সাঁঝ-সকালে
পদধ্বনি যায় শোনা মধুর কম্পন!
মোদের দয়াল এসেছে রে নব বৃন্দাবন
(দেওঘরের) নব বৃন্দাবন!
( লেখা ৩রা সেপ্টেম্বর'২০২০)

No comments:

Post a Comment