ওগো দয়াল পরমপিতা।
তুমি বিশ্বপিতা, জগৎপিতা
জগত জুড়ে মহিমা
বিশ্বপিতা।
তুমি বিশ্বপিতা, জগৎপিতা
(তোমার) জগত জুড়ে মহিমা
ছড়িয়ে আছে তোমার লালিমা।
আমায় চলনপূজায় মতি দাও
ওগো দয়াল পরমপিতা।
তোমার রাঙা চরণে পুজি চলন চন্দনে
চলন পুজায় পুজে তোমায় সাজায় যতনে।
তুমি আমার পতি জগৎপতি
জগত জুড়ে গড়িমা
তুমি আমার পতি,
তুমি আমার পতি, জগত পতি
তোমার জগত জুড়ে গরিমা
তোমার স্পর্শে হলাম আলিমা।
তোমার চলন পূজায় মতি দাও
ওগো দয়াল পরমপিতা।
তুমি রাম নামেতে, তুমি কৃষ্ণ নামেতে
বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু নামে।
তুমিই রামকৃষ্ণ হ'য়ে প্রভু
এসেছিলে ধরাতে,
রামকৃষ্ণ,
তুমিই রামকৃষ্ণ হ'য়ে প্রভু
এসেছিলে ধরাতে,
মোদের সবার জীবন বাঁচাতে।
তোমার চলন পূজায় মতি দাও
ওগো দয়াল পরমপিতা।
No comments:
Post a Comment