Powered By Blogger

Wednesday, January 7, 2015

ঈশ্বর







ঈশ্বর
প্রকাশ বিশ্বাস

ইচ্ছে করে লম্ফ দিয়ে ঝম্প মারি!
তো কার কি?
ইচ্ছেটা তো আমারি
কারও থোড়াই কেয়ার করি!?
বলি, ঈশ্বর ক্ষমা কর!
আর ঈশ্বর ক্ষমা করে দিল
এই ব্যাপারটাও তো এমন নয়!
তাই না-কি? তবুও বলি।
আর আবারও বললাম,
ঈশ্বর ক্ষমা কর!!!!

No comments:

Post a Comment