জীবনে পেয়েছো কি?
জীবনে হারালেই বা কি?
জীবন মোহনায় দাঁড়িয়ে
তা’ কখনো ভেবেছো কি?
জীবন জুড়ে বাড়িগাড়ী
ষড় রিপুর মারামারি
অর্থ মান আর যশের
কেবল কাড়াকাড়ি!
তুমি এই পেয়েছ
তোমার এই জীবনে
হারালে কি তা
ভাবো মনে মনে!!
এসো বন্ধু তুমি
এসো এইক্ষণে
পিছন ফিরে আর
থেকো না আলোর পানে!!
জীবনে পেয়েছো কি?
জীবনে হারালেই বা কি?
জীবন মোহনায় দাঁড়িয়ে
তা’ কখনো ভেবেছো কি?
জীবনে বাঁচাবাড়া
সত্তার বয়ে চলা
ভালবাসা নিয়ে
শুধু আনন্দে থাকা।
তুমি এই হারিয়েছ
তোমার এই জীবনে
আর কি পাবে তা
এই জীবন গেলে?
এসো বন্ধু তুমি
এসো এই চরণতলে,
জীবন খুঁজে হেথায়
পাবে সযতনে!!!
জীবনে পেয়েছো কি?
জীবনে হারালেই বা কি?
জীবন মোহনায় দাঁড়িয়ে
তা’ কখনো ভেবেছো কি?
No comments:
Post a Comment