Powered By Blogger

Wednesday, January 7, 2015

"যুদ্ধটাকে চিতায় তোল যুদ্ধটাকেই কবর দাও"।






শিরোনাম – একটা থালায়, এ্যালবাম – আদাব, প্রকাশ – ২০০২
একটা থালায় চারটে রুটি একটু আচার একটু ডাল,
একই থালায় দুজন খাবে, যুদ্ধ হয়ত আসছে কাল।
একটা মাঠে দু’জন সেপাই দেশ বিভাগের সীমান্তে,
দু’জন আছে দুই দিকে আর বন্ধু তারা অজান্তে।
তারা এদেশ ভাগ করেনি দেয়নি কোথাও খড়ির দাগ,
নেতারা সব ঝগড়া করেন জলে কুমির ডাঙায় বাঘ।
ঝগড়া থাকে আড়াল করে লাভের মাটি লাভের গুড়,
সীমান্তে দুই দেশের সেপাই দেশপ্রেমের দিনমজুর।
দুই কাঁধে দুই বন্দুক আর বুলেট বেশি খাবার কম,
রাজধানীতে হিসেব কষে এদের নেতা ওদের যম।
যমের বাড়ি কাছেই আছে অনেক দূরে নিজের ঘর,
দেশপ্রেমের নজির হল এই চিতা আর ঐ কবর।
খিদের কিন্তু সীমান্ত নেই নেই চিতা নেই কবরটাও,
যুদ্ধটাকে চিতায় তোল যুদ্ধটাকেই কবর দাও।
গানের লিংক - https://soundcloud.com/kabir_suman/ekta-thalai


"যুদ্ধটাকে চিতায় তোল যুদ্ধটাকেই কবর দাও"।

হাতে কলম, কলমে কালি
মনের কোনে ওঠে জমে
বিদ্রোহের-ই মেঘ খালি
ঝরণা হয়ে আসে নেবে
ঘুম আসে না ভেবে ভেবে
বিপ্লব ঐ হাঁক দিয়ে যায়
চটজলদি তাই লিখে ফেলি--
'যুদ্ধটাকে চিতায় তোল
যুদ্ধটাকেই চিতায় দাও'
তোমার মেঘের মত আমারও মনে
জমে প্রশ্ন মনের কোণে,
পাল তোলে হাজার প্রশ্নের নাউ!
চিতার উপরে যুদ্ধটাকে
কে তুলবে আর কিভাবে তুলবে?
তাত্ত্বিক আমেজে ঢেকুর তুলে বলি,
প্রশ্ন তুললে নিপাত যাও!


------------------- প্রকাশ বিশ্বাস।

No comments:

Post a Comment