Powered By Blogger

Tuesday, January 20, 2015

ভালোবাসা জেনো ভালো বাসা



জীবনে যদি পেতে চাও ভালোবাসা
খুঁজে নিও তবে একখানি ভালো বাসা!
ভালো বাসা আছে জেনো বন্ধু
হৃদয় মাঝে এই ভুবনে;
ভালোবাসা পড়ে রে অনাবিল অবিরত
শয়নে স্বপনে আর জাগরণে এই জীবনে!
নির্মল ভালোবাসা ভালো বাসা তে
ঢেউ য়ে আছড়ে পড়ে আমার জীবন তটে!
এসো বন্ধু, এসো প্রিয়ে, এসো সবে হেথা,
কপট জীবন মাঝে বেলা বয়ে যায় বৃথা।
জীবন তে পাবে প্রেম, পাবে ভালবাসা
বাঁচা-বাড়ার পথ পাবে, পাবে মধুময় আশা!
মধুর জীবন খুঁজে পাবে সেথায়,
পাবে স্নেহ আলিঙ্গন;
জীবন জুড়ে স্পন্দিত হবে
প্রেমময় জীবনের স্পন্দন!
সুবাস সমীরে ভরে আছে জীবন
ভরে আছে চারপাশ!
জীবন সুরা পানে মাতাল আমি,
মাতাল আমার আকাশ বাতাস!!
তাই বলি এসো সবে,
এসো বন্ধু, এসো প্রিয়ে
জীবন খুঁজে পাবে হেথায়
জীবন সঁপে দিয়ে।

No comments:

Post a Comment