Powered By Blogger

Monday, January 19, 2015

হোক কলঙ্কমুক্ত যাদবপুর






যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে উপাচার্য চক্রবর্তীর পদত্যাগ দাবি করে চালিয়ে আসা দীর্ঘ ৪মাস আন্দোলনের পর জয় হলো প্রতিবাদী শিক্ষার্থীদের।
 
আন্দোলনের প্রেক্ষাপটঃ-----
 
গত বছরের ২৮ আগস্ট ক্যাম্পাসে কলা বিভাগের এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে শুরু হয় ছাত্র আন্দোলন।
১৬ই সেপ্টেম্বর রাতে অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসে শিক্ষার্থীরা।
১৭ই সেপ্টেম্বর উপাচার্যের নির্দেশে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ।
 
এই অভিযানের প্রতিবাদে আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
ভিসির পদত্যাগের পাশাপাশি আরও চার দাবি তোলে শিক্ষার্থীরা।

১) ইন্টারনাল কমপ্লেন কমিটি পুনর্গঠন।

২) ২৮ আগস্ট ঘটনার বিচারবিভাগীয় তদন্ত।
৩) ১৭ সেপ্টেম্বরের বিচার বিভাগীয় তদন্ত।
৪) ক্যাম্পাসে পুলিশি নজরদারি বন্ধ করার দাবি তুলেছে তারা।
প্রতিবাদী মহামিছিল, একের পর গণকনভেনশন, গণভোট, প্রতীকী অনশন, সমাবর্তন বয়কটের পরেও গদি ছাড়তে চাননি উপাচার্য।

এখন প্রশ্নঃ-----


১)
উপাচার্যের পদত্যাগ পর্ব শেষ হ, এরপর?
২) উপাচার্যের পদত্যাগের দাবী পুরণের সফলতাই কি একমাত্র সফলতা?
৩) এবার কি শিক্ষার পরিবেশ পুরোপুরি ফিরে আসবে?
৪) বাকী চার দফা দাবীর কি হবে?
৫) বাকী চার দফা দাবী পূরণে আবার আন্দোলন সংগঠিত হবে না-তো?
৬) নতুন উপাচার্য ছাত্রদের সঙ্গত চার দফা দাবীর মর্যাদা দেবেন তো?
৭) যদি পুনরায় আন্দোলন সংগঠিত হয় তাহলে পড়াশুনা ও আন্দোলন  
    কি একসঙ্গে সম্ভব?
৮) শ্লীলতাহানির সঙ্গে যুক্ত ছাত্রের কি হবে?
৯) ভারতের অগ্রণী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমেধাসম্পন্ন সচেতন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের গায়ে বিদায় পর্বে সাংবাদিক সম্মেলনে উপাচার্যের রেখে যাওয়া ভয়ংকর অভিযোগ ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের কলঙ্ক লেপন বিষয়কে উচ্চমেধাসম্পন্ন সচেতন ছাত্রছাত্রীসমাজ কি চোখে দেখবেন? আদৌ কি গুরুত্ব আছে উচ্চমেধাসম্পন্ন সচেতন ছাত্রছাত্রীদের কাছে এই প্রশ্নে?
১০) শ্লীলতাহানির ও এই বিতর্কিত কলঙ্ক যুক্ত অভিযোগের উৎস সন্ধানের কি আদৌ কোনও প্রয়োজন আছে?

সবরকম কলঙ্ক মুক্ত প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের ভাবমুর্তি রক্ষা এবং কাউকে
অভিযোগ ও কলঙ্ক লেপনের সুযোগ না দেওয়ার দায়বদ্ধতা কি উচ্চমেধাসম্পন্ন সচেতন ছাত্রছাত্রীদের উপর বর্তায়?
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় তথা ভারতের একটি অগ্রণী শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উচ্চমেধাসম্পন্ন সচেতন ছাত্রছাত্রীদের উপরোক্ত বিষয়গুলির প্রতি পরবর্তী পদক্ষেপ কি হয় তার অপেক্ষায় রইলাম।

No comments:

Post a Comment