Powered By Blogger

Tuesday, January 20, 2015

আহাঃ চোখ তো নয় যেন হীরে!!!





আহাঃ চোখ তো নয় যেন হীরে, মণিমুক্তো পড়ে ঝরে ঝরে!
ঐ চোখের পানে চেয়ে চেয়ে, প্রাণ পাখি বলে এবার যাব উড়ে!!
আহাঃ চোখ তো নয় যেন হীরে!!!! 

ঈশ্বর যেন স্বয়ং বিরাজ করছেন ঐ চোখে!!!!!!!

নারীদের সুন্দর চোখ থাকাটা বিপদের কারণ সৌদি আরবে। সৌদি আইনে বলা হয়েছে নারীদের সুন্দর চোখ থাকলেই সেই চোখ ঢেকে রাখতে হবে। নতুন এই আইনের কারণ, নারীদের আকর্ষণীয় চোখ পুরুষদের বিপথে চালিত করছে, যার প্রভাব পড়ছে সমাজে।  

যশ্মিন দেশে যদাচার!!!!!!!!!!! পড়েছো মোগলের হাতে খানা খেতে হবে একসাথে!!!!!!!!! কি আর করা যাবে? ছোটবেলা থেকে নারীরা ঘরে বাইরে জেনে আসছে তারা পরাধীন নিষেধ বাণী শুনতে শুনতে শরীরে-মনে-আত্মায় তারা জড় পদার্থে প্রায় পরিণত হয়েছে বংশ পরম্পরায় পারিবারিক মা ঠাকুমার অশিক্ষার পরিবেশে বড় 'তে 'তে চিন্তাভাবনার ক্ষেত্রে পক্ষাঘাতগ্রস্থ মানসিক রোগীতে পরিণত হয়েছে লেখাপড়াজানাওয়ালা তাও আধা লেখাপড়াজানাওয়ালা অশিক্ষিত পুরুষ প্রধান সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থান সম্পর্কে নারীদের আর আশ্চর্য্যের কিছু বাকী আছে বলে আমার মনে হয়না আর থাকারও কথা না এখন নারী সমাজ বিশেষ 'রে তথাকথিত লেখাপড়াজানাওয়ালা নারী সমাজ যদি আশ্চর্য্য হওয়ার অবস্থায় এখনো থাকতে চায় সেটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার এতে নাক গলিয়ে অহেতুক সময় নষ্ট করার মত যথেষ্ট সময় নেই কাঠ খেলে আংড়া হাগতে হবেই নারীপুরুষ উভয়কেই কথায় আছে নারীদের সবচেয়ে বড় শত্রু যদি কেউ থেকে থাকে তা' হচ্ছে নারী স্বয়ং!!!!!! আর এই অবস্থায় অতি বিপ্লবী কিছু নারী সমাজ নারীর অধিকার রক্ষায় মাঝে মাঝে ময়দানে অবতীর্ণ হয় তারা নারী সুরক্ষার দাবীতে নানারকম অবৈজ্ঞানিক ক্রিয়াকলাপ দাবীদাওয়া আদায়ে পুরুষের সঙ্গে সমানতালে লড়াই চালায়! সমানাধিকারের দাবীতে পুরুষের মত মাঠে ময়দানে গলা ফাটায়! নারীর অধিকার, নারীর দাবী, নারীর চাহিদা নারীর নিজস্ব আর তা নারীর বৈশিষ্ট্য মাফিক এখানে পুরুষের সঙ্গে কোনও তুলনায় 'তে পারে না আর সমান অধিকারের প্রশ্নই ওঠে না পুরুষের জায়গায় পুরুষ আর নারীর জায়গায় নারী স্বমহিমায় অবস্থান করে প্রকৃতিগতভাবেই পুরুষ স্বাধীনচেতা আর নারী প্রকৃতিগতভাবেই চাপা স্বভাবের, সংযত চরিত্রের আর পুরুষের এই স্বাধীনচেতা স্বভাব পৈত্রিক সম্পত্তির অধিকারের মানসিকতার মত পুরুষকে পৌঁছে দিয়েছে ইচ্ছামত ডানামেলে ওড়বার মানসিকতায়! ফলে উচ্ছৃঙ্খলতা, অহংকার, দাদাগিরি এককথায় অজ্ঞানতা ঘূণপোকার মত বাসা বেঁধেছে নীরবে নিভৃতে চুপি চুপি পুরুষ চরিত্রের মজ্জায় মজ্জায়! আর বদ্ধ জলাশয়ের মত পচা ডোবারুপী মধ্যবিত্ত মানসিকতা আবার কখনো বা অতি জ্ঞানীর সক্রিয়তায় পুরুষের সমকক্ষ হওয়ার উদ্ভট মানসিকতা নারীকে নারীর অন্তর্নিহিত এটমিক শক্তির সমকক্ষ শক্তিকে চিনতে, জানতে, বুঝতে সাহায্য করেনি উপরন্তু পুরুষের স্বাধীনচেতা স্বভাবে যুগিয়েছে জ্বালানী রসদ; পুরুষকে করে তুলেছে আরও কাপুরুষ! সৌদী আরবের ঘটনা প্রমাণ করতে চাইছে পুরুষ জাত লেড়ী কুকুর! বিশ্বের সর্ব্বশ্রেষ্ট বিষ্ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথায় জানা যায় নারী যতই সুন্দরী ' না কেন প্রকৃতির বুকে প্রকৃত সুন্দর পুরুষ আর তার উদাহরণ প্রমাণ আমাদের সামনে দিয়ে রেখেছে স্বয়ং প্রকৃতি! কোকিল সুন্দর! বসন্তকালে যে পাখিকে সুকন্ঠে গান গাইতে দেখা যায় সে কোকিল! পুরুষ কোকিল! গভীর বনে রাজকীয় ভঙ্গিতে বসে থাকে যে সে বনের রাজা সিংহ, পুরুষ সিংহ! বৃষ্টির ঝর্ণাধারায় আনন্দে নেচে ওঠে যে বিচিত্রবর্ণের পাখনা মেলে সে ময়ূর! পুরুষ ময়ূর! আর তাদের রূপে, গুণে মুগ্ধ 'য়ে চেয়ে থাকে তাদের প্রিয়ারা! তাই পুরুষ লেড়ি কুত্তা নয় নয় ধূর্ত শৃগাল! তাই নারীর সুন্দর চোখ দেখে লেড়ীকুত্তা বা শৃগালরুপী পুরুষ যদি বিপদে চালিত হয় তাহ'লে কোকিল, সিংহ বা ময়ূররুপী পুরুষরা কেন আকর্ষণীয় অপরূপ স্বর্গীয়দ্যুতি ছড়ানো নারীর সুন্দর চোখ দেখা থেকে বঞ্চিত হবে!? কেন? কোন যুক্তিতে !? সমাজে প্রভাব যদি পড়ে সুন্দর চোখের জন্য মুষ্টিমেয় লেড়ীকুত্তারুপী পুরুষের স্বভাবের কারণে তাহ'লে বুঝতে হবে সমাজব্যবস্থার গোড়ায় গলদ! গলদ সমাজ পরিচালনার দায়িত্বে থাকা পরিচালকদের চরিত্রে, শিক্ষায়, ব্যবহারে! নারীর শারীরিক গড়ন উপরন্তু তার আকর্ষনীয় মাদকতাময় আঁটোসাটো উগ্র পোষাক পুরুষের কাম কামনাকে তাতিয়ে দেয় কথা সত্যি আর এটা স্বাভাবিক একটা ঘটনা মাত্র! রিপু তাড়িত ভাঙাচোরা আদর্শহীন পুরুষ শুধু নয় বিশ্বামিত্রের মত মুনিরও মতিভ্রম হয় সেই আকর্ষনীয় রূপে ! হয় আদর্শচ্যুত ! তাই একজন নারীর যেমন উচিত সমাজ যাতে প্রভাবিত নাহ' এমন কোন আচার- আচরণ, স্বভাব-চরিত্র, পোষাক-পরিচ্ছদ থেকে বিরত থাকা ঠিক তেমনি একজন পুরুষের উচিত নিজের পুরুষত্বকে, ব্যক্তিত্বকে, স্বভাব-চরিত্রকে অক্ষুণ্ণ রাখা! নারীর চালচলনে, জীবন যাপনে অহেতুক রাশ টানার মানসিকতা পুরুষের পুরুষত্বকে আহত করে, ব্যক্তিত্বকে কালিমালিপ্ত করে, সমগ্র নারী জাতির কাছে মাথা হেট করে দেয় পুরুষের! সৌদি আরবের ঘটনা প্রমাণ করে সে দেশের প্রশাসনিক স্তরে আসীন পুরুষের পুরুষত্ব বা ব্যক্তিত্ব নেড়ীকুত্তা বা ধূর্ত শৃগালরুপী!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment