কারণ নিজেকে গড়তে হয়নি কিছুই
গড়ার কষ্ট কি তা ভাঙার কারিগর কি বুঝবে?
গড়াতে আছে কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা পরিশ্রম
গড়াতে আছে কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা পরিশ্রম
আর আছে সীমাহীন অপমান কারাদন্ড সশ্রম।
ভাঙার শেষে আছে হতাশা অবসাদ
আর গড়ার হাড়ভাঙা পরিশ্রম শেষে
পাবে অফুরন্ত ভালোবাসার প্রসাদ
আর উঠবে গড়ে আনন্দ আশ্রম।
ভাঙাতে আনন্দ বেশী কারণ তাতে আছে
লাগামহীন উচ্ছৃঙ্খল বেলেল্লাপনার স্বাধীনতা।
গড়াতে আছে কষ্ট যন্ত্রণাযুক্ত পরিশ্রম
আর সেই পরিশ্রমের গর্ভে আছে
অনাবিল অন্তহীন সৃষ্টির আনন্দ উল্লাস
আর আছে ভালোবাসাময় নির্মল সরলতা।
তাই ভাঙার শাতন হাজার হ'লেও
গড়ার কারিগর পাগল সত্য
কিন্তু একাই একশো, অদম্য হাজার হাতির বল
ভাঙার শেষে আছে হতাশা অবসাদ
আর গড়ার হাড়ভাঙা পরিশ্রম শেষে
পাবে অফুরন্ত ভালোবাসার প্রসাদ
আর উঠবে গড়ে আনন্দ আশ্রম।
ভাঙাতে আনন্দ বেশী কারণ তাতে আছে
লাগামহীন উচ্ছৃঙ্খল বেলেল্লাপনার স্বাধীনতা।
গড়াতে আছে কষ্ট যন্ত্রণাযুক্ত পরিশ্রম
আর সেই পরিশ্রমের গর্ভে আছে
অনাবিল অন্তহীন সৃষ্টির আনন্দ উল্লাস
আর আছে ভালোবাসাময় নির্মল সরলতা।
তাই ভাঙার শাতন হাজার হ'লেও
গড়ার কারিগর পাগল সত্য
কিন্তু একাই একশো, অদম্য হাজার হাতির বল
মূলধন তার সরলতা আর মন নির্মল।
No comments:
Post a Comment