Anirban Sarkar, আপনি হিন্দুধর্মের করুণ অবস্থার জন্য সমগ্র হিন্দু সমাজকে দোষ দিয়েছেন; সঙ্গে সমস্ত ধর্মীয় পুরুষ, দেবদেবীদের।
আমার আপনার কাছে জিজ্ঞাস্যঃ
১) হিন্দু ধর্মের করুণ অবস্থাটা কি সেটা যদি একটু বিশ্লেষণ করেন ভালো হয়।
২) হিন্দু সমাজ বা হিন্দু সমাজের দোষ বলতে কি বুঝিয়েছেন?
৩) আপনি কি হিন্দুসমাজের বাইরে?
৪) যদি বাইরে না হন তাহ’লে আপনিও কি একজন দোষী, অপরাধী?
৫) আপনার বা আপনাদের চোখ শুধুই দোষই দেখে? অন্য কিছু চোখে পড়ে না?
৬) ‘ঠগ বাছতে গাঁ উজার’ আর ‘কম্বলের লোমা বাছলে আর কি থাকে’ এই দুই প্রবাদ জানা আছে কি?
৭) সবাই দোষী আর আপনি নির্ভেজাল নিখুঁত নিটোল গুণী পুরুষ?
৮) জানেন কি, যে ব্যাক্তি গাঁয়ের ঠগ বা কম্বলের লোমা বাছতে বসে তাকে কি বলে?
৯) বাংলাদেশের অগুন্তি হিন্দুদের বাঁচাবার দায়িত্ব যখন কেউ নেয়নি তখন শুধু উদারতার ভঙ্গি নিয়ে তাত্ত্বিক আমেজে ডুবে থেকে পূর্বজদের সমালোচনা ক’রে, তাঁদের দোষ দেখে সময় নষ্ট না ক’রে বর্তমান অবশিষ্ট বাংলাদেশি হিন্দুদের বাঁচাবার দায়িত্ব আপনি নেবেন কি?
১০) আপনি বা আপনারা (উৎপল বিশ্বাসের মত শ্রদ্ধেয় জ্ঞানীগুণী সর্বজ্ঞ শক্তিশালীরা) সময় নষ্ট না ক’রে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি ক’রে হিন্দুদের শক্তিশালী বলশালী জাতিতে পরিণত করছেন না কেন?
১১) ‘এটা এতদিনে হয়নি আর কবে হবে?’ এটাতো হতাশার কথা। এই কথাটা কাকে বলছেন?
১২) কেউ এসে ক’রে দিয়ে যাবে আর আপনি কিছু করবেন না? শুধু ভাসা ভাসা সমস্যা তুলে ধ’রে, সমালোচনা ক’রে, দোষ দেখে যাবেন আর বসে বসে শুধু ডুডু তামাক খাবেন নাকি?
১৩) বাংলাদেশে হিন্দুদের বাঁচাবার জন্য কেউ কিছু করেননি মানলাম বর্তমানে অবশিষ্টদের বাঁচাবার জন্য আপনি কিছু করছেন কি?
১৪) সমস্যা তুলে ধরার আগে সমস্যার গভীরে যেতে হয়, সমস্যার প্রকৃত স্বরুপকে চিনতে হয়, জানতে হয়, বুঝতে হয় তা জানেন কি?
১৫) সমস্যা তুলে ধরা সহজ (যদিও সহজ নয়) কিন্তু তার সমাধান জানা আছে কি?
১৬) প্রকৃত সমস্যা চিহ্নিত না হ’লে প্রকৃত সমাধানও সহজ নয়। এটা জানা আছে কি?
১৭) ঠাকুর অনুকূলচন্দ্র পাবনা থেকে পালিয়ে এসেছিলেন এই জ্ঞানগর্ব তথ্য আপনি কোথায় পেলেন? কোন হিতাকাঙ্ক্ষী এই তথ্য আপনাকে দিল?
১৮) কারও সম্পর্কে বা কোন কিছু সম্পর্কে শেষ এবং সম্পূর্ণ না দেখে, না জেনে, না বুঝে কোনও মত প্রকাশ করা বা মন্তব্য করা বুদ্ধিমানের কাজ কি?
১৯) ‘ Empty vessels sound much’ Or ‘Too much talk ends in nothing’ অর্থাৎ বাংলা করলে যা দাঁড়ায় তাহ’ল ‘ফাঁকা কলসীর আওয়াজ বেশী’ বা ‘অসারের তর্জন গর্জনই সার’-এর প্রকৃষ্ট জলন্ত উদাহরণ নয় কি এই মন্তব্যগুলি?
২০) আচ্ছা বলুন তো ‘অমৃতের পুত্রকন্যা’ না-কি ‘বিষের পুত্রকন্যা’!!!!!! কোনটা?
No comments:
Post a Comment