Powered By Blogger

Saturday, February 5, 2022

ত্রাণকর্তা!

একটা ভয়ংকর অস্থির সময়ের খাঁচায় বন্দী আমি।
কেউ কি আছো যে এই খাঁচা থেকে
আমায় বের ক'রে নিয়ে যেতে পারো?
যাকেই ভেবেছি এ বুঝি saviour of the mankind (মানুষের ত্রাণকর্তা)!
সেই দিয়েছে ধোঁকা!
আমি কি বোকা? বিশ্বাস করা বা রাখা কি পাপ?
সেই যে কোন ছোটোবেলা থেকে
বিশ্বাসের চৌকাঠে হোঁচট খেয়ে মরছি
আজও তার হয়নি যাত্রা শেষ!
কত স্বপ্নের রঙ্গীন বেলুন ফুলিয়ে
রাজনীতির ফেরীওয়ালারা আসে দুয়ারে বারবার!
ভুলিয়ে নিয়ে যায় আমায়
বিশ্বাসের আতর মাখিয়ে দিয়ে গায়!
সম্মোহন! একটা তীব্র সম্মোহনের গ্যাস
আচ্ছন্ন ক'রে দিয়ে মনপ্রাণ
লুট ক'রে নিয়ে যায় আস্থা
পাঠিয়ে দিয়ে নরকের দ্বোরগোড়ায়!
কিন্তু তবুও ব'লে উঠি সেই নরক থেকে
কোমর ভাঙ্গা বিশ্বাসের কাঁধে ভর ক'রে
টলমল পায়ে দাঁড়িয়ে আবার
নূতনকে বন্ধু ভেবে সবার
হে বন্ধু! তুমি কি হবে আমার
future saviour of mankind (মানুষের ভবিষ্যৎ ত্রাণকর্তা)!?

No comments:

Post a Comment