'কেউ অপরিহার্য নয়' এই বিকৃত, অবাস্তব, অবৈজ্ঞানিক দর্শন গ্রহণ করার ফল কি হয়েছিল তার শেষ কিস্তি তুলে ধরা হ'ল।
এই একটা শেষ উদাহরণ দিলেই ‘কেউ অপরিহার্য নয়’ এই বিষয়টার অভ্যন্তরে কতটা ভয়ংকর বিষ লুকিয়ে রয়েছে সেটা সহজেই ভেসে উঠবে। আর এই ভয়ংকর বিষাক্ত বিষ গোটা পৃথিবী জুড়ে তামাম বিশ্বের তাবৎ অনেক অনেক লেখাপড়াজানাওয়ালা মানুষের অতি উব্বর মস্তিষ্ককে নীল করে দিয়ে এক নীলাভ স্বপ্নসাগরে নিমজ্জিত করে রেখেছে। আর সেখান থেকে মাঝে মাঝে ভেসে উঠে এই সমস্ত প্রচুর লেখাপড়াজানাওয়ালা মানুষেরা আমাদের মত সাধারণ মানুষের মস্তিষ্কে উগরে দিচ্ছে আসমুদ্রহিমাচলব্যাপী যে জ্ঞান সেই জ্ঞানে নীল হয়ে যাচ্ছে আমাদের শরীর, মন ও আত্মা। আর আমরাও সেই নীলজ্ঞানে সমৃদ্ধ হয়ে আউড়ে যাচ্ছি দিবারাত্রি সেই একই কথা সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশ’-এর মগজ ধোলাই যন্ত্রের product-এর মত।
যাই হোক আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম আমরা সবাই জানি। তিনি হলেন ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। তাঁর রাজনৈতিক কর্মজীবন প্রায় ছয়দশক জুড়ে। এই এতগুলি বছরে তিনি বিভিন্ন সময়ে প্রতিরক্ষা, অর্থ, বিদেশ, রাজস্ব, জাহাজ-চলাচল, পরিবহন, যোগাযোগ এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রকের মতো একাধিক মন্ত্রকের দায়িত্ব গ্রহণের মধ্যে দিয়ে তাঁর বিরল কৃতিত্বের প্রমাণ রেখেছেন। তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একজন বিশ্বস্ত সহকর্মীতে পরিণত হন। দলের ও দেশের সংকট মুহূর্তে তাঁর ভূমিকা আজ কিংবদন্তীতে পরিণত। তাঁর সমগ্র কর্মজীবনে তিনি নানা উপাধিতে ভূষিত হয়েছেন মানুষের মুখে মুখে। কখনো তিনি দলের বা দেশের প্রয়োজনে এমনকি আন্তর্জাতিক ভূমিকা পালনের ক্ষেত্রেও বিভিন্ন সময়ে আধুনিক চাণক্য, কখনো বা সংকটত্রাতা বা Crisis Manager, আবার কখনো বা তথ্য সমৃদ্ধ অসাধারণ অদ্ভুত অনুপম অদ্বিতীয় স্মৃতিমান রাজনীতিবিদ হিসাবে দেশে বিদেশে পরিচিতি লাভ করেন। ভারতের প্রধানমন্ত্রী পদে ইন্দিরা গান্ধীর অভিষেকের পর থেকেই আপন যোগ্যতায় তিনি দেশের দ্বিতীয় ব্যক্তি হিসাবে স্বীকৃতি লাভ করেন। ইন্দিরা গান্ধীর পর থেকেই কংগ্রেস দলের শাসনকালের সমস্ত প্রধানমন্ত্রীর কাছে তিনি ছিলেন প্রধান পরামর্শদাতা। এমনকি দেশের সংকটমুহূর্তে অন্য দলের শাসনাধীন দেশের প্রধানমন্ত্রীর কাছেও তিনি Crisis Manager-এর ভূমিকা পালন করেছিলেন। এই রকম একজন মানুষের ক্ষেত্রেও জুটেছিল সেই একই অভিশাপ। কি ঘটেছিল সেই সময়?
১৯৮৪ সালের ৩১শে অক্টোবর তাঁর নিজের দেহরক্ষীর হাতে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধীর প্রিয় ও বিশ্বস্ত নির্ভরশীল সহকর্মী বহু বিশেষনে বিশেষিত প্রণব মুখার্জীর উত্থানের পারা দ্রুতগতিতে নেবে আসতে শুরু করে। চরম দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হন প্রাজ্ঞ চতুর দূরদর্শী প্রখর বাস্তববোধসম্পন্ন প্রণব মুখার্জী। ১৯৮৪সালে অপারেশন ব্লু স্টারের প্রতিক্রিয়ায় আততায়ীর হাতে ইন্দিরা গান্ধী নিহত হলে জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ রাজীবকেই দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করে। ১৯৮৪ সালে তাঁর নেতৃত্বে কংগ্রেস সংসদের ৫৪২টি আসনের ৪১১টিতে জয়লাভ করে। এই জয় ছিল ভারতীয় সংসদে কংগ্রেসের সর্বকালের রেকর্ড। এই সময় রাজনীতিতে সম্পুর্ণ নতুন অনভিজ্ঞ রাজীব গান্ধী প্রণব মুখার্জীকে নিজের ক্যাবিনেটে স্থান দেননি। কিছুকালের জন্য তাঁকে কংগ্রেস থেকে বহিষ্কারও করা হয়েছিল। (১৯৮৯ সালে কংগ্রেসকে পরাজিত করে নতুন জোটে সরকার গঠিত হয়, প্রধানমন্ত্রী হন বিশ্বনাথ প্রতাপ সিং। পরবর্তী সময়ে ভিপিসিং পদত্যাগ করলে কংগ্রেসের সমর্থনে চন্দ্রশেখর নাইডু প্রধানমন্ত্রী হন।) আবার ১৯৯২ সালে দশম লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে অল্পদিনের মধ্যে অভিজ্ঞ হয়ে ওঠার কারণে রাজীব গান্ধী দল ও দেশ চালানোর ক্ষেত্রে দলের মধ্যে প্রণব মুখার্জীর মত প্রাজ্ঞ নেতার অভাব অনুভব করেন ও দল, দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কে সমন্বয় রক্ষার জন্য তাঁর উপস্থিতির অপরিসীম গুরুত্ব উপলব্ধি করেন এবং পুনরায় প্রণব মুখার্জীকে দলে ফিরিয়ে নেন এবং নির্বাচনের গুরুত্বপুর্ণ দায়িত্ব অর্পণ করেন। ১৯৯২ সালের ২১ মে জনসভায় রাজীব গান্ধী এলটিটি জঙ্গী সংগঠনের আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারান। পরবর্তীকালে প্রধানমন্ত্রী পি. ভি. নরসিমা রাও প্রণব মুখার্জীকে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত করলে তাঁর রাজনৈতিক কর্মজীবনের পুনরুজ্জীবন ঘটে। রাওয়ের মন্ত্রিসভায় পরে তিনি ক্যাবিনেট মন্ত্রীরূপেও যোগ দিয়েছিলেন। ১৯৯৫-৯৬ সালে তিনি রাওয়ের মন্ত্রিসভায় বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি শ্রেষ্ঠ সাংসদ পুরস্কারে ভূষিত হন।
২০০৪ সালে, কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট কেন্দ্রে সরকার গঠন করে। এই সরকারের প্রধানমন্ত্রী পদের দাবীদার হিসাবে দলের মধ্যে প্রণব মুখার্জ্জীই ছিলেন একমাত্র বরিষ্ঠ রাজনীতিবিদ হিসাবে অভিজ্ঞ, দক্ষ, যোগ্য, প্রাজ্ঞ, চতুর, দূরদর্শী কিন্তু তাঁকে বঞ্চিত করে মনমোহন সিংহ-কে প্রধানমন্ত্রী করা হয় আর প্রণব মুখোপাধ্যায় লোকসভায় কংগ্রেস দলনেতার দায়িত্ব পান।
এই ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকে ১৯৯২ সালের দশম লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত এক দুঃসময় প্রণব মুখার্জীকে ঘিরে ধরেছিল। দল থেকে বহিষ্কৃত দেশের এক সময়ের দ্বিতীয় ব্যক্তি ইন্দিরা গাব্ধীর প্রিয় ভরসারস্থল, সংকটত্রাতা বা Crisis Manager, আধুনিক চাণক্য, স্মৃতিমান রাজনীতিবিদ প্রণব মুখার্জী সম্পর্কে তখন দলের মধ্যে ঘুরপাক খেয়েছিল একটাই কথা ‘কেউ অপরিহার্য নয়’, ‘কেউ অপরিহার্য নয়’ 'কেউ অপরিহার্য নয়'!!!!!!!!!!!!!!!!
আর আজ কংগ্রেস দলের একসময়ের সেই পরিহার্য ও বঞ্চিত ব্যক্তি বহু রাজনৈতিক দুর্গম পথ পার হয়ে দেশের রাষ্ট্রপতি। আজ কি তিনি অপরিহার্য দলের কাছে তথা দেশের কাছে? রাষ্ট্রপতি মেয়াদ শেষে তিনি কি অপরিহার্য থেকে যাবেন কংগ্রেস দল তথা দেশের কাছে? তাঁর অবর্তমানে আমরা সবাই শোনার অপেক্ষায় রইলাম সেই আশ্চর্য্য উক্তিঃ “......... এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল দেশের তথা দশের। দেশ............... এক অপরিহার্য ব্যক্তি ও ব্যক্তিত্বকে”!!!!!!!!
No comments:
Post a Comment