Powered By Blogger

Saturday, February 5, 2022

কবিতাঃ হারিয়ো না সময়।

ধর্ম্ম মানে গঞ্জিকা সেবন আর সুরাপান?
খোল করতালে কীর্তনের নামে আসুরিক হৈচৈ গান !?
পুজা মানে ফুল-ফল-পাতা ধূপ ধুনো চন্দন!?
প্রভুর জন্যে খিচুড়ি ভোগ আর মায়ের মন্দিরে
উৎকৃষ্ট নধর কচি পাঁঠার মাংস রন্ধন!?
কবে কোথায় কে বলেছে তোমায়!?
মায়ের পূজার নামে জীব বলি আর
প্রধান প্রসাদের নামে মাছ-মাংসের হাড়!?
মায়ের পূজার নামে যত্তসব নচ্ছারগিরি
আর ভক্তির উগ্র বীভৎস হিংস্র বাড়াবাড়ি
কোন মা তারা, মা কালি আর যত অমূর্ত
মায়ের দল বলেছে!? কোথায় কোনখানে!?
কোন ধর্মগ্রন্থে তা' দেখাতে পারবে আমায়!?
ধর্ম্ম মানে হুল্লোর হুড়োহুড়ি আর বজ্জাতি
যত্তসব বৃত্তি-প্রবৃত্তির লাগামছাড়া নষ্টামি
কোথায় কোন দেবতা, কোন ধর্মগুরু
কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ-মাৎসর্য
রিপুতাড়নায় অস্থির জীবনের পথ দেখিয়েছে তোমায়!?
হে ধর্ম্মের নামে অধর্মের চরণ পূজারী
আর ধর্ম্মের বেদিমূলে ব'সে থাকা যত ভন্ড আনাড়ি
বৃত্তি-প্রবৃত্তির ল্যাজে তৈল মর্দনে আছে কে বেঁচে
বলতে ও দেখাতে পারো আমায়!?
যদি না পারো তবে ছাড়ো ঐ জীবন বিধ্বংসী
মিথ্যের রথে চড়ে এগিয়ে চলা নিরন্তর মৃত্যুর পথ!
চলে এসো, ছুটে এসো ঐ 'রাধাস্বামী' নামের পতাকার তলায়
যেখানে আছে জীবন, নেই মরণ, আছে বাঁচা আর বাড়া
আছে সুখ শান্তি ঐশ্বর্য অস্তি-বৃদ্ধি-যাজন জৈত্রের নাড়া
যেখানে এলে রোগ-শোক-গ্রহদোষ-বুদ্ধি বিপর্যয়
আর পালায় দারিদ্রতায় ভরা মৃত্যু ভয়!
এসো বন্ধু! এসো প্রিয়ে! সূর্য পাটে বসেছে যেতে
হারিয়ো না হেলায় কিছুদিনের জন্যে আসা সময়!
মানো আর না-মানো আমার কথা
শেষের সেদিন কিন্ত ভয়ংকর
যদি অকাল আর ভয়ংকর মৃত্যু না চাও
তবে 'মর' ব'লো না; বলো তুমি, অজর, অমর!


3 Comments


No comments:

Post a Comment