Powered By Blogger

Tuesday, January 6, 2026

বিচিত্রাঃ ২৩০

যার জীবনে যত ভুল কম,
তার জীবনে তত সুখ বেশী। 
যার জীবনে ঠাকুর প্রধান
বাকি সব গৌণ তার জীবনে নেই কোনও ভুল,
তত নির্মল হাসি।।

জীবনে ঠাকুর প্রধান বাকী সব গৌণ, মানে কি?
ঠাকুর প্রধান মানে তাঁর চলন প্রধান।
আর, তাঁর চলন যদি আমার চলন না-হয়
বাকী সব হয় জীবনে প্রধান,
তাহ'লে জীবনে জেনো সবটাই ফাঁকি।
( লেখা ৬ই জানুয়ারী'২০১৮)

 

No comments:

Post a Comment