Powered By Blogger

Sunday, January 4, 2026

উপলব্ধিঃ নাম মাহাত্ম্য।

সমস্ত সমস্যার সমাধান একমাত্র এ যুগের যুগাবতারের দেওয়া বীজনাম।
নামময় হ'য়ে থাকো আর নামের নামিকে কাজ করতে দাও। তাঁকে অবিশ্বাস ক'রো না।

ভয় পেও না। নাম করো। শুধু নাম করো। কি হ'লো আর না হ'লো, কি পেলে আর না পেলে তা' দেখতে যেও না। অনুরাগের সঙ্গে নাম করো আর বিন্দাস থাকো। সব তাঁর ওপর ছেড়ে দাও। দ্যাখো ম্যাজিক।

নাম থেকেই সব সৃষ্টি। নামের ভয়ংকর তীব্রতায় পৃথিবী ভেঙে টুকরো টুকরো হ'য়ে যেতে পারে! এসো নাম করি। শয়তান ছিন্নভিন্ন হ'য়ে যাবে।
যে নামময় থাকে তাকে লক্ষণ রেখা ঘিরে রাখে। রাবণের বাপ তাকে ছুঁতে পারে না।
তোমার সামনে পিছনে, উপরে নীচে, ডাইনে বাঁয়ে সর্বত্র শয়তান বিরাজমান। নাম রসে ডুবে যাও আর শয়তানের পরিণতি ঠাকুরের ওপর ছেড়ে দাও।

নাম করো। আরাম ক'রে মনে মনে নাম করো। মুহূর্তে বিপদের কালো মেঘ কেটে যাবে। তুমি বিপদমুক্ত হবেই হবে, নিশ্চয়ই হবে। আর এই নিয়ে, কারও সঙ্গে তর্ক করতে যেও না, সবাইকে সবার বুঝ নিয়ে থাকতে দাও। তুমি নামময় হ'য়ে থাকো।

তিনি আছেন আর আপনি আছেন ব্যস আর কি চাই? সবসময় বিন্দাস থাকুন। ফুর্তিতে থাকুন। আনন্দে থাকুন।

আপনি ঠাকুর ধরেছেন মানে আপনার একজন আছে যাকে আপনার মনের সব কথা বলতে পারবেন, তাঁর সঙ্গে কথা বলুন। নিভৃতে মনের সব কথা খুলে বলুন তাঁকে।

আপনার বিপদের দিনে, সমস্যার দিনে কেউ নেই মানে আপনি কোনোদিন কারও জন্য ছিলেন না। ঠিক আছে। কিন্তু ঠাকুর আছে আপনার, ভয় কি?

আপনার বিপদের দিনে, সমস্যার দিনে কেউ নেই মানে আপনি কোনোদিন কারও জন্য ছিলেন না, এই ভেবে হতাশায় দুঃখে ভেঙে পড়বেন না। পরমপিতার কাছে ক্ষমা প্রার্থনা করুন। যার ক্ষতি করেছেন তার বিপদের দিনে অনুতপ্ত হৃদয়ে তার পাশে দাঁড়ান। সুসময় ফিরে আসবেই আসবে। সব ঠিক হ'য়ে যাবে। ঠাকুর আছে আপনার, ভয় কি?

আপনি ঠাকুরকে গ্রহণ করেছেন জীবনে, তারপর তাঁকে ছেড়ে দিয়েছেন, তাঁর জন্য কিছু করেননি, করেন না। কিন্তু ঠাকুর আপনাকে ছাড়েননি এক মুহূর্তের জন্যও। তা' আপনি জানেন না। আপনি তাঁর অনেক ছোটো বড় দয়া পেয়েছেন কিন্তু তা' তলিয়ে দেখেননি, স্বীকার করেননি। খালি পেতে চেয়েছেন কিন্তু বিনিময়ে কোনোদিন তাঁকে কিছু দেননি, তাঁর জন্য কিছু করেননি। নোতুন ক'রে শুরু করুন। নাম করুন। পাগলের মত নাম করুন।

আপনি ঠাকুরকে দু'হাত বাড়িয়ে জড়িয়ে ধরুন আর শয়নে স্বপনে জাগরণে স্নানে ভোজনে সবসময় নাম করুন। শুধু নাম আর নাম, নাম আর নাম। তাঁর প্রতিষ্ঠায় জীবন বিছিয়ে দিন। তারপর দেখুন সব সমস্যার গিঁট খুলে যাচ্ছে একের পর এক ম্যাজিকের মতো।
( লেখা ৪ই জানুয়ারি'২০২৫)

No comments:

Post a Comment