Powered By Blogger

Monday, January 5, 2026

বিচিত্রাঃ ২২৯

সত্যের সামনে বসে মিথ্যের আরাধনা করো!
সৎ কে সামনে রেখে বুড়ো আঙুল দেখিয়ে 
অসৎকে আবাহন করো!!
 
যা ইচ্ছা তাই করতে পারো কারণ তুমি স্বাধীন!
শেষের সেদিন কিন্তু ভয়ঙ্কর যদি মিথ্যের হও অধীন!!

মৌরসি পাট্টা গেড়ে বসেছো 
ঠাকুরকে বানিয়ে ব্যবসার উপকরণ!
দয়াল আমার ভয়াল হ'লে নিশ্চিত মরণ!!
সাধু সাবধান!!!

অন্যায়কে করেছো সাথী? 
কেউ তোমায় দেবে না বাধা, 
কেউ করবে না বারণ! 
দয়াল আমার ফেলবে শুধু চোখের জল, 
শয়তানের শয়তানী কারণ!!
( লেখা ৫ই জানুয়ারী'২০২০)











No comments:

Post a Comment