Powered By Blogger

Thursday, January 1, 2026

প্রসংগঃ দাদা অসুস্থ!?

দাদা অসুস্থ হ'লেও কোনো ভয় নেই।

দাদা তুমি নিশ্চিন্ত থাকো। ঈশ্বর পরমপিতা তোমার সহায়; তোমার সংগেই আছেন। আর আছে কোটি কোটি সৎসঙ্গী। তোমার জন্য তারা সবাই শ্রীশ্রীঠাকুরের রাতুল চরণে জানাচ্ছে প্রার্থনা।
দাদা সৌরভ গাংগুলি হটাৎ অসুস্থ! উডল্যান্ডে ভর্তি। যা জানা গেলো, জিম করতে গিয়ে তিনি এই সমস্যার মুখে পড়েন। জিম করার সময় হটাৎ ব্ল্যাক আউট। এখন অবস্থা স্থিতিশীল। খবরে জানা গেল ডাক্তার বলেছেন, মাইল্ড হার্ট অ্যাটাক। এখন কোনও বিপদ নেই। অথচ খবরে বলছে, এখন আর্টারিতে একটা স্টেন্ট বসেছে, পরে আরও দুটো বসবে। আরও দুটো ব্লকেজ আছে। দাদা নাকি ট্রিপল ভেসেল ডিজিজে ভুগছেন। প্রয়োজনে দিল্লি নিয়ে চিকিৎসা হ'তে পারে। দাদা এখন সবার সংগে কথা বলেছেন। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব বিভিন্ন ক্ষেত্রের দিকপালদের সংগে কথা বলেছেন। দাদা সংকট মুক্ত।

যাইহোক যা জানা গেল না তা হ'লো এমন হ'লো কেন? যদিও দাদার বাবার হার্ট ডিজিজের স্ট্রং হিস্ট্রি আছে। কিন্তু দাদা ছিলেন ফিটনেস আইকন। প্রচন্ড শরীর সচেতন! অথচ হঠাৎ হার্টে তিনটে ব্লকেজ! আর্টারিতে সংগে সংগে একটা স্টেন্ট বসে গেল! আরও দুটো আগামীতে বসবে! বাইপাস সার্জারী যদিও এইমুহুর্তে হবে না অথচ কথাটা উঠে গেল! ডাক্তাররা বলছেন ৫০ পেরোনো ব্যাক্তিদের নিয়মিত চেক আপে থাকতে হবে। আম জনতার নিয়মিত চেক আপ আম জনতাকে নিয়ে মস্করা ছাড়া আর কিছুই নয়। কিন্তু দাদা কি নিয়মিত শরীর চেক আপ করাতেন না!? দাদার বুকে হৃদয় রোগ ধীরেধীরে থাবা বসাচ্ছে তা কি তিনি বুঝতে পারেননি!? তাহ'লে আম জনতা কি ক'রে বুঝবে!!!

পরমপিতার চরণে প্রার্থনা জানাই দাদা সৌরভ তাড়াতাড়ি সম্পুর্ণরুপে বিপদমুক্ত হ'য়ে একেবারে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসুন এবং কর্মক্ষেত্রে যোগ দিন পুরোনো রুপে।
( লেখা ২রা জানুয়ারি'২০২১)

No comments:

Post a Comment