ঠাকুর! তুমি কি শুনতে পাও বিবেকানন্দের আর্তনাদ!?
অন্যের দিকে তুললে একটা
রেখো মনে নিজের দিকে থাকে আঙ্গুল চার।
দিচ্ছও লম্ফ, মারছো ঝম্প
বালখিল্যের লাঙ্গুল নাড়িয়ে বারবার
ভাইগুরু তুমি নাকি আমার!!!
মাহরুবা দিলরুবা আল্লার জান!
এসেছো ধরায় সময় না হারায়
জেনো উপাধি তোমার সম্মানী খান!!
খান! রেখো এ জীবনে আল্লার মান!!!ঈশ্বর মানে পরমকারণ, উৎসমুখ।
তুমি ঈশ্বর মানো না, মানে তুমি
পরমকারন উৎসমুখকে মানো না।
ঈশ্বর হলেন পরমপুরুষ, পুরুষোত্তম
অর্থাৎ উত্তম পুরুষ।
ঈশ্বর মানো না, মানে তুমি পরমপুরুষকে,
পুরুষোত্তমকে অর্থাৎ উত্তম পুরুষকে মানো না।
আর, যে মানে না সে বেইমান, অকৃতজ্ঞ।
নিশ্বাসের নেই বিশ্বাস,
বিশ্বাস হারিয়েছে তার শ্বাস; তাহ'লে আছি কেন
আমি আজও বেঁচে?
ভেবে ভেবে কাঁদছে আকাশ বাতাস!!
( লেখা ১৩ই জানুয়ারী'২০১৮)
দু'নৌকায় পা রেখে যেমন চলা যায় না
ঠিক তেমনি শয়তানের গালে চুমু আবার ভগবানের গালেও চুমু খেয়ে বাঁচা যায় না,
শেষ রক্ষা হয় না।
আর যাই-ই হ'ক টাকা-পয়সার লোভে
আর নামের মোহে ইষ্টের কাজ হয় না
আর নিজের অস্তিত্বকেও টিকিয়ে রাখা যায় না।
ভক্ত সাজা যেমন যায় না,
ঠিক তেমনি দয়াল বেঈমান আর গদ্দারের
গান-বক্তৃতাও শোনেন না।
( লেখা ১৩ই জানুয়ারী'২০২০)
বিবেকানন্দের পরিচয়ে রামকৃষ্ণের পরিচয় নাকি রামকৃষ্ণের পরিচয়ে বিবেকানন্দের পরিচয়!? রাজনৈতিক নেতৃবৃন্দ ও যুবসমাজ কি বলেন?
রামকৃষ্ণকে নিয়ে কেন সরকারী স্তরে, রাজনীতির অঙ্গনে বিবেকানন্দপ্রেমী সরকারী প্রশাসন, নেতানেত্রী ও যুবসমাজ এমন মাতামাতি করে না!?
আজকে একজন মহাপুরুষকে দেখলাম যিনি কর্মজীবনে ক্ষমতার দম্ভে ছিলেন অন্ধ পাগল আর আজ বিবেকানন্দের আদর্শের বুলি আউড়াচ্ছেন!
( লেখা ১৩ই জানুয়ারী'২০২১)
( লেখা ১৩ই জানুয়ারী'২০২১)

No comments:
Post a Comment