Powered By Blogger

Monday, August 24, 2015

পরম সার!!!!!!!!!!



জ্ঞানের সাগর পার হ’লে পরে
শান্তি পাবে এ জীবনে
বিশ্বজুড়ে বন্ধ হবে হলাহলের হুহুঙ্কার।
মোদের গুরু বিশ্বগুরু
জ্ঞানাঞ্জন সবাকার।
পরমপিতা পরম গুরু
অনুকূল পরম সার।।
জ্ঞানের সাগর পার হ’লে পরে............

গুরু আছেন মনে প্রাণে
ভয় কি তবে মোদের মনে
জয়গুরু বলে দে না ঝাঁপ
মরণ দুয়ারে পড়ল ঝাপ
অনুকূলে দিয়ে জীবন তরী
জ্ঞানের সাগর হওনা পার
পরমপিতা পরমগুরু
অনুকূল পরম সার।।
জ্ঞানের সাগর পার হ’লে পরে.........

আদর্শ রুপ জীবন তরু
পরমপিতা পরম গুরু
গুরু আমার জীয়ন কাঠি
গুরুই আমার চলার সাথী
গুরু ছাড়া এ জীবন মাটি
শেষের সেদিন ভয়ংকর।
পরমপিতা পরমগুরু
অনুকূল পরম সার।।
জ্ঞানের সাগর পার হ’লে পরে......

রাম কৃষ্ণ বুদ্ধ যীশু
হজরত মহম্মদ মহাপ্রভু
রামকৃষ্ণ পরমপিতা
যুগে যুগে একই ত্রাতা
নবরুপে এলেন ধরায়
(হয়ে) অনুকূল বিশ্বপিতা!
পরমপিতা পরমগুরু
অনুকূল পরম সার।। 
জ্ঞানের সাগর পার হ’লে পরে.........


(এসো) পরম পিতার চরণ চুমি
(হেথায়) জীবন খুঁজে পাবে তুমি
পরম পিতার চরণ ধ’রে
ভবসাগর যাও না তরে
চলন পূজার ডালা সাজাও
হৃদয় তোমার ফুলটি দিয়ে।
পরমপিতা পরম গুরু
কল্পতরু সে আমার!।

জ্ঞানের সাগর পার হ’লে পরে
শান্তি পাবে মনেপ্রাণে
বিশ্বজুড়ে বন্ধ হবে হলাহলের হুহুঙ্কার।
মোদের গুরু বিশ্বগুরু
জীবন খুঁজে নাও এবার।
পরমপিতা পরমগুরু
(অনুকূল) জীবন মাঝে পরম সার।।





No comments:

Post a Comment