'জীবন’ তুমি কোথায়?
কি করছো তুমি?
কি খুঁজছ তুমি ‘জীবন’?
কেমন আছো?
এইখানে-------
অশান্ত অস্ফুট একটা স্বর ভেসে এলো
ভিড়ে ঠাসা রিপুর কোলাহল মাঝে।
কি করছো তুমি?
খুঁজছি আর বেরোতে চাইছি------
অস্থির অসম্পূর্ণ কন্ঠস্বর থেমে গেল
বৃত্তি-প্রবৃত্তির কঠিন ফাঁসে।
কি খুঁজছ তুমি ‘জীবন’?
জীবন...............
গভীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে এলো
হাঁফ ধরা কন্ঠস্বর হৃদয় চিড়ে।
কেমন আছো?
ভালো না.........
কান্না ভেজা গলায় চাপা পড়ে গেল
ভালো না থাকার দুঃখ, কষ্টের বিবরণ।
কাজল কালো অন্ধকারের বিশাল প্রাচীর
হাতড়ে হাতড়ে খুঁজে চলেছে আলোর পথ
রিপুর ছোবলে ক্ষতবিক্ষত ক্লান্ত ‘জীবন’
জীবনকে পেয়ে মরণকে স্তব্ধ করবে বলে।
আর, বক্র হেসে মরণ বলে,
কে জীবন? কোথায় ‘জীবন’?
মৃত্যু হেথা, মৃত্যু সেথা;
মৃত্যু ভিড়ে জীবন খোঁজা?
বৃথা চেষ্টা, বৃথা তেষ্টা;
দেখছে ‘জীবন’ স্বপ্ন বৃথা।
বসে সবার হৃদমাঝারে
শাসন করি চুপিসারে
মৃত্যু যজ্ঞের আমি হোতা।
হঠাৎ দৈববাণীর মত আসে ভেসে
জীবনবাদের বাণী।
মিষ্টি হেসে বলছে হেঁকে,
পরমপুরুষ ডেকে ডেকে
‘আয় ছুটে আয়, আয়রে সবাই
আমার কাছে জীবন খুঁজে পাবি!’
********************
No comments:
Post a Comment