Powered By Blogger

Monday, August 31, 2015

কবিতাঃ অনুভব ২০১৫

অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি অস্থির বঙ্গভুমি।
অবাক পৃথিবী! আমরা যে স্বাধীন।
অবাক, কী দ্রুত জমে অশ্রদ্ধা দিন দিন;   
অবাক পৃথিবী! অবাক করলে আরো-
দেখি এই দেশে লজ্জা নেইকো কারো।
অবাক পৃথিবী! অবাক যে বারবার
দেখি এই দেশে নির্লজ্জতার কারবার।
হিসেবের খাতা যখনি নিয়েছি হাতে
দেখেছি লিখিত- 'অকৃতজ্ঞতা-নেমকহারামি’ তাতে।
এদেশে জন্মে বেইমানিই শুধু পেলাম,
অবাক পৃথিবী! সেলাম, তোমাকে সেলাম।

No comments:

Post a Comment