অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি অস্থির বঙ্গভুমি।
অবাক পৃথিবী! আমরা যে স্বাধীন।
অবাক, কী দ্রুত জমে অশ্রদ্ধা দিন দিন;
অবাক পৃথিবী! অবাক করলে আরো-
দেখি এই দেশে লজ্জা নেইকো কারো।
অবাক পৃথিবী! অবাক যে বারবার
দেখি এই দেশে নির্লজ্জতার কারবার।
হিসেবের খাতা যখনি নিয়েছি হাতে
দেখেছি লিখিত- 'অকৃতজ্ঞতা-নেমকহারামি’ তাতে।
এদেশে জন্মে বেইমানিই শুধু পেলাম,
অবাক পৃথিবী! সেলাম, তোমাকে সেলাম।
No comments:
Post a Comment