Powered By Blogger

Saturday, October 18, 2025

উপলব্ধিঃ আমি আগে সৎসঙ্গী, পরে হিন্দু।

ধ্বংস তো অনিবার্য। আজ নয়তো কাল। শুধু সময়ের অপেক্ষা। কারণ এটা কলিযুগ। সবাই ধ্বংস হবে। কেউ বাঁচবে না। আগে হিন্দুরা পরে অন্যরা বা আগে অন্যরা পরে হিন্দুরা ধ্বংস হবে, এমন কোনও কথা নয়। আগে আর পরের ব্যাপার। সবাইকেই ধ্বংস হতেই হবে। আর তা' হবে ধর্মের মারামারির কারণে। হিন্দুদের কোনওদিনই ঐক্য ছিল না। তাই তাদের আজ এই অবস্থা। তারা নিজেদের সনাতনী ঐতিহ্যের ধ্বজার লাঠি দিয়ে হিন্দুর পেছনেই বাঁশ দেয়, পুরুষোত্তমের নিন্দা করে, করে অপমান আবার সনাতনী ধ্বজা উড়িয়ে বালখিল্য ঐক্যের আন্দোলনের ডাক দেয়। এই কপট চরিত্ররা কাদের এজেন্ট? আগে তাদের চিহ্নিত করতে হবে। আর আমি আগে সৎসঙ্গী, পরে হিন্দু। প্রবি।
( লেখা ১৮ই অক্টোবর'২০২৪)

No comments:

Post a Comment