পৃথিবীর যে কোনও দেশে ধর্ম্মের নামে, গণতন্ত্র রক্ষার নামে, ক্ষমতা দখলের নামে তা সে যে কারণেই হোক যদি সেই দেশে অন্য ধর্ম্মের অবমাননা হয়, গণহত্যা হয়, অবাধ নারীধর্ষণ, লুটপাট ও ভাংচুর হয় সেটা সেই দেশের আভ্যন্তরীণ ব্যাপার; সেখানে মানবতা রক্ষা, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন অর্থহীন ও মূল্যহীন! সাবাস! হ্যাটস অফ এলিট সমাজ! হ্যাটস অফ!!
বাংলাদেশের শারদোৎসবে কুমিল্লা সহ বিভিন্ন স্থানে নারকীয় ঘটনায় পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী একসময়ের বামপন্থী নাট্যকার ব্রাত্য বসুর প্রতিক্রিয়াঃ ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার!!
বড্ড দেরি হ'য়ে গেল বুঝতেঃঅসৎ পথেই অর্থ-মান-যশ!
অন্যায় পথেই সুখ-শান্তি সব!
মিডিয়া R বাংলা প্রশ্ন তুলেছেঃ
বাংলাদেশের কুমিল্লা সহ বিভিন্ন স্থানে নির্ম্মম ঘটনায় রাষ্ট্রসংঘ চুপ কেন?উত্তরঃ মিডিয়া জানে না ৭১ এর বাংলাদেশের ওপর পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় অত্যাচার যেমন ৩০,০০,০০০ লক্ষ মানুষের মৃত্যু, ৪,০০,০০০ লক্ষ নারীর ওপর নারকীয় যৌন অত্যাচারের সময়ও সেদিন রাষ্ট্রসংঘ নির্লজ্জভাবে চুপ ছিল!?
( লেখা ১৮ই অক্টোবর'২০২১)
No comments:
Post a Comment