Powered By Blogger

Friday, October 17, 2025

বিচিত্রা ১৮৬

সেদিন মানুষের ভরা দরবারে মা দ্রৌপদীকে উলংগ করেছিল দূর্যোধনের নেতৃত্বে দুঃশাসন আর সেই সময় তা চুপ ক'রে দেখেছিল সমাজের উচ্চবর্গের মহাবীর ভীষ্মেরা! আর আজও ওপার বাংলায় শারদোৎসবে উলঙ্গ করলো মা দূর্গাকে আজকের দুঃশাসনেরা আর দু'বাংলার বাঙালী সমাজের এলিট সম্প্রদায়ের ভীষ্মেরা চুপ, নিশ্চুপ!!! আর আনন্দে মাতোয়ারা এ বাংলার শারদোৎসবে তামাম হিন্দু বাঙালী!!!!!!!!
সেই ট্রাডিশন সমানে চলেছে!

ও বাংলার শারদোৎসবের নির্ম্মম ঘটনায়
এ বাংলায় শারদোৎসবে ভয়ংকর এক আনন্দময় শান্তিপূর্ণ নীরবতা!!!!
হ্যাটস অফ হিন্দু বাঙালী!
( লেখা ১৭ই অক্টোবর'২০২১)

যাকেই ভাবি ভরসা করা যায়
সেই ভাসিয়ে দিয়ে চলে যায়!
যাকেই ভাবি সৎ
দুর্নীতির আখড়া চালনায় সেই দেয় মদত!!
( লেখা ১৯ই অক্টোবর'২০২১)

যার যেমন ভাব তার তেমন লাভ,
আবার যার যেমন সঙ্গ
তার তেমন ভাব, তেমন লাভ,
তেমন ভালোমন্দ।

আজ তোমার দিন
আমার দিনের প্রতিক্ষায় রইলাম।
রাম! রাম!!
তবে বদলার প্রতীক্ষায় নয়,
ফিরিয়ে দিয়ে সম্মান নেবো চির আরাম।

আজ কাছে আছি তাই অবহেলায় বাঁচি
যেদিন থাকবো না আর কাছে মুখে বসবে মাছি
সেদিন পড়বে মনে খালি
চলে যাওয়া দিনগুলি।

আজকে দিলে গালি যেদিন থাকবো না
সেদিন পড়বে মনে খালি
কোথায় পাবো তারে?
শুধরে নিয়ে ভুল 
এবার রাখবো তারে হৃদমাঝারে ধ'রে!!
কিন্ত সে গুড়ে বালি,
হৃদয় রবে তোমার খালি।
তাই সময় থাকতে জাগো
নিজের ভুল ভাঙো।
( লেখা ১৭ই অক্টোবর'২০১৮)

 

No comments:

Post a Comment