সেই ট্রাডিশন সমানে চলেছে!
এ বাংলায় শারদোৎসবে ভয়ংকর এক আনন্দময় শান্তিপূর্ণ নীরবতা!!!!
হ্যাটস অফ হিন্দু বাঙালী!
( লেখা ১৭ই অক্টোবর'২০২১)
যাকেই ভাবি সৎ
দুর্নীতির আখড়া চালনায় সেই দেয় মদত!!
যাকেই ভাবি ভরসা করা যায়
সেই ভাসিয়ে দিয়ে চলে যায়!যাকেই ভাবি সৎ
দুর্নীতির আখড়া চালনায় সেই দেয় মদত!!
( লেখা ১৯ই অক্টোবর'২০২১)
তার তেমন ভাব, তেমন লাভ,
তেমন ভালোমন্দ।
যার যেমন ভাব তার তেমন লাভ,
আবার যার যেমন সঙ্গ তার তেমন ভাব, তেমন লাভ,
তেমন ভালোমন্দ।
আজ তোমার দিন
আমার দিনের প্রতিক্ষায় রইলাম।রাম! রাম!!
তবে বদলার প্রতীক্ষায় নয়,
ফিরিয়ে দিয়ে সম্মান নেবো চির আরাম।
আজ কাছে আছি তাই অবহেলায় বাঁচি
যেদিন থাকবো না আর কাছে মুখে বসবে মাছি
সেদিন পড়বে মনে খালি
চলে যাওয়া দিনগুলি।
আজকে দিলে গালি যেদিন থাকবো না
সেদিন পড়বে মনে খালি
কোথায় পাবো তারে?
শুধরে নিয়ে ভুল
এবার রাখবো তারে হৃদমাঝারে ধ'রে!!
কিন্ত সে গুড়ে বালি,
হৃদয় রবে তোমার খালি।
তাই সময় থাকতে জাগো
নিজের ভুল ভাঙো।
( লেখা ১৭ই অক্টোবর'২০১৮)
No comments:
Post a Comment