Powered By Blogger

Thursday, October 9, 2025

বিচিত্রাঃ ১৮৫

।। মতবিরোধ ও মনবিরোধ।।

আজ লক্ষীপুজো। দয়ালের কাছে প্রার্থনা 
করি আমার কাছের দূরের যত পরিচিত মানুষ সবার ঘরে লক্ষী অধিষ্ঠিত হ'ক।
আর এই পবিত্র দিনে প্রার্থনা করি সবার সঙ্গে আলোচনা হ'ক, আলোচনায় মতবিরোধ হ'ক কিন্তু মনবিরোধ যেন না হয়।
কারণ দয়ালের ভাষায় আমিও বলি, "I love you in the name of Dayal (Christ). I love you because I love Dayal (Christ) (আমি তোমাকে দয়ালের (খ্রীষ্টের) নামে ভালবাসি। আমি দয়ালকে (খ্রীষ্টকে) ভালবাসি ব'লেই তোমাকে ভালবাসি)।"  
( লেখা ৯ই অক্টোবর'২০২৩)

No comments:

Post a Comment