Powered By Blogger

Friday, October 17, 2025

কবিতাঃ ঐক্যের দিকে এক ধাপ-------

একটি পদক্ষেপ, দৃঢ় ও অবিচল পদক্ষেপ
আত্মবিশ্বাসে পূর্ণ একটি পদক্ষেপ
অবিরাম একাগ্রতার সাথে পদক্ষেপ
একমাত্র উপযুক্ত ও যোগ্য পদক্ষেপ
একত্রিতার দিকে এগিয়ে যাওয়ার জন্য।

ঐক্যের অনুভূতির জন্ম হয়
ভাগ করা কষ্ট থেকে, যেমন কষ্ট
যাযাবর জীবনের কষ্ট।
আমাদের সমস্ত কষ্ট সাহসের সাথে সহ্য করতে হবে
অদম্য অবিচল আনুগত্যের সাথে।

আমি তোমার কথা ভাবছি
তুমি আমার কাছে এসো
আমার দুর্বল পাতলা হাত
ঠান্ডায় কাঁপছে হাত
তোমার সবচেয়ে নির্ভরযোগ্য উষ্ণ হাতে
আমার বেঁচে থাকার ইচ্ছা এবং বেড়ে ওঠার ইচ্ছা,
আমাকে জাগিয়ে তোলো
আমার ভেতরে ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলো
আবার নতুন ভোরের ঝলকের সাথে,
নতুন ভোরের আভাস দিয়ে।

বৃষ্টি, সাফল্যের বৃষ্টি সহজেই নেমে আসে
সর্বশক্তিমানের আশীর্বাদের বৃষ্টির মতো
বহুবর্ষী শুষ্ক ও ফ্যাকাশে জীবন, নরকের জীবনকে
স্নান করানোর জন্য।


No comments:

Post a Comment