( লেখা ১৮ই অক্টোবর'২০১৪)
তুমি না হয় হ'য়ে রইলে শবরী
চেয়ে রইলে পথপানে অনন্তকাল
সে আসবে ব'লে।
কিন্তু তুমি শবরী,
অন্তরে বাহিরে শবরী হয়ে যদি থাকো চিরকাল
তবে জেনো একদিন সে আসবে,
আসবেই আসবে,
যদি হয় সে রাম।
হে আজকের শবরী!
রাম ভেবে রাবণের অপেক্ষায় দিন নষ্ট ক'রো না।
রাম ভেবে রাবণের অপেক্ষায় দিন নষ্ট ক'রো না।
জীবন ছোট, ভুল ক'রে রাবণকে আলিঙ্গন ক'রে ব'সো না।
বন্ধু!
আমি শবরী হ'তে রাজী।
রাখো বাজি, এক ডুবে হব আমি পার;
আমি শবরী হ'তে রাজী।
রাখো বাজি, এক ডুবে হব আমি পার;
আমি কাটবো সাঁতার।
যদি সে হয় রাম অবতার!!!!!
যদি সে হয় রাম অবতার!!!!!
শব্দবাজি আর আজান
একই গোত্র, একই তান!?
তথা হ'তে আগত
Divine dictation!!
বুড়ো বয়সে বালখিল্য আচরণ?
.
তথা হ'তে আগত
Divine dictation!!
কেনই বা নোটবন্দি সমর্থন আর
কেনই বা তা' প্রত্যাহার!?
হে রাম!বুড়ো বয়সে বালখিল্য আচরণ?
কেন যে লোক কমল হাসান!!!!!
জল আর জলপাই
( লেখা ১৮ই অক্টোবর'২০১৮)
যদি হয় এক
তাহ'লে কোথায় জল পাই?
শব্দবাজি আর আজান
শব্দবাজি আর আজান
যদি হয় এক
তাহ'লে ডাকাত আর ডাক্তার
এক হ'লে কেমন হয় দ্যাখ।
তারা কেন নয় এক?
তথা হ'তে আগত তথাগত
আর তথাগত
দুজনেই সমান স্বাগত!?
হে বনবিবি! আমি ব'নে যাবো
তোর প্রেমে মাতাল হবো
সেথায় সবুজ আছে,
সবুজ প্রাণ আছে,
তোর গায়ের মিষ্টি গন্ধে
আমি পাগল হবো।
(লেখা ১৮ই অক্টোবর'২০১৮)
জংলী জংলী প্যারি জংলী
মানুষের জঙ্গলে না।
সুইটি সুইটি সুইটি জংলি
জংলি সভ্যতার না।
তোমার হাতে হাত রেখে
আমি হ'তে চাই ভবসাগর পার;
তুমি আছো তাই তো আমি আছি
সাঁতরে যাবো আমি
জীবন মৃত্যুর পারাবার।
যার যে রূপ লাগে ভালো
সে সেই রূপে মজুগ গো;
আমার লাগে ভালো রূপ মীরাবাঈ
আমি তাঁরে পুঁজি গো।
( লেখা ১৮ই অক্টোবর'২০১৭)
.
No comments:
Post a Comment