যখনি কেউ কারও নিন্দা করে বুঝে নিতে হবে
নিন্দিত ব্যক্তি নিন্দাকারীকে কোনোদিন কোনও
উপকার বা সাহায্য করেছিল।
যখনি কেউ কারও নিন্দা সমালোচনা করে
বুঝে নিতে হবে নিন্দিত ব্যক্তি
নিন্দাকারীর স্বার্থে আঘাত করেছিল।
যখনি কেউ কারও নিন্দা কুৎসা করে,
দোষ ত্রুটি ধরে তখনি বুঝে নিতে হবে
নিন্দাকারী মাৎসর্য রিপু দ্বারা আক্রান্ত।
যখনই দেখবে কেউ তোমার নিন্দা সমালোচনা করছে
তখনি বুঝবে সে তোমার সাজানো বাগানে এসে
বিন্দাস ফুল তুলতে বাধা পেয়েছে।
( লেখা ২১শে আগষ্ট'২০২৪)
দিকে দিকে আন্দোলন আন্দোলিত হচ্ছে নানা ঢঙে নানা রঙে।
কখন যে কার হাত ধ'রে আন্দোলন কোনদিকে ঘুরে যাচ্ছে
কেউ তা' জানে না।
( লেখা ২১শে আগষ্ট'২০২৪)
No comments:
Post a Comment