Powered By Blogger

Thursday, August 7, 2025

প্রবন্ধঃ বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ।

বাংলাদেশে রবীন্দ্রনাথ কি দোষ করলো? তিনিও কি ফ্যাসিস্ট? তিনিও কি বাংলাদেশী ছাত্রদের আন্দোলনের বিরোধীতা করেছিলেন? তিনিও কি বাংলাদেশী ছাত্র আন্দোলনের ওপর গুলি চালিয়েছিলেন? বাংলাদেশ ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটির কাছে জানতে চাই আপনারা তো ঘোষণা করেছিলেন,
"যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে এই ফ্যাসিজমের জন্ম হয় সেই কাঠামোর বিলোপ ক'রে এক নোতুন বাংলাদেশ, এক নোতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে।"
আমার জিজ্ঞাস্য, এ কোন নোতুন ইজম, কোন নোতুন বাংলাদেশ যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উপড়ে ফেলা হয়? ছাত্র আন্দোলন্র সফল হওয়ার পর মুজিবর রহমানের মূর্তির ওপর দাঁড়িয়ে মাথায় পেচ্ছাপ করা, বাচ্চাদের দিয়ে পেচ্ছাপ করানো, মন্দির ভাঙচুর, গণভবনে লুটপাট, মৃত্যু, হাসিনার উদ্দেশ্যে নোংরা অশ্লীল দেওয়াল লিখন ইত্যাদি কাজ কি ফ্যাসিবাদী কার্যকলাপের মধ্যে পড়ে? বাংলাদেশে আর রবীন্দ্র সঙ্গীত গাওয়া হবে না তো? কবিগুরু রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি" আর আপনাদের নোতুন বাংলায় গাওয়া হবে না তো? এবং আপনাদের জাতীয় সঙ্গীত থাকবে না তো?

আপনারা বলেছিলেন,
"আমরা বৈষম্য দূর করার জন্য, সমাজের ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তার জন্যই আমরা আন্দোলন ঘোষণা করেছিলাম, সেই ঘোষণার প্রতি সবাই যেন শ্রদ্ধাশীল থাকে।"

আমার জিজ্ঞাস্যঃ এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতির পিতা মুজিবর রহমানের ওপর অপমানজনক কাজ করা হ'লো, মূর্তি ভেঙে ফেলা হ'লো, মাথায় প্রস্রাব করা হ'লো, গণভবনে লুটপাট করা হ'লো, নোংরা দেওয়াল লিখন, মৃত্যু তাহ'লে এই কাজ কি বৈষম্যের মধ্যে পড়ে? এই কাজ কি সামাজিক ন্যায় কাজ? এই কাজ কি আপনাদের ঘোষণার প্রতি শ্রদ্ধাশীল প্রমাণ করে?

বাংলাদেশে কি রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী নিষিদ্ধ হবে? তাহ'লে কি সত্যি সত্যিই এবারে প্রকৃত বাংলা ও বাঙালি ভাগ হ'লো? বাংলাভাগের ষোলো আনা পূর্ণ হ'লো?

আর, রবীন্দ্রনাথের ওপর ছাত্রদের আক্রমণ কেন? রবীন্দ্রনাথ হিন্দু বলে? তাহ'লে ছাত্রদের আন্দোলনের ঝোলা থেকে অবশেষে সাম্প্রদায়িক কার্ড বেড়িয়ে এলো? বাংলাদেশের ছাত্রসমাজ সাম্প্রদায়িক? তাহ'লে কি এটা প্রমাণ হ'লো এসব কাজে আপনাদের পূর্ণ সমথর্ণ আছে এবং এটাই আপনাদের আসল চেহারা নাকি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে নেই আর? আপনারা ব্যর্থ?

তাহ'লে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভবিষ্যৎ বাণী ফলে গেল?
""নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস,
শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস--
বিদায় নেবার আগে তাই
ডাক দিয়ে যাই
দানবের সাথে যারা সংগ্রামের তরে
প্রস্তুত হতেছে ঘরে ঘরে।"

বাংলাদেশ ছাত্র নাগরিক আন্দোলন সমন্বয় কমিটির আহ্বানঃ
"আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করবো।" এই অবস্থান তাঁর নমুনা???? শান্তিপূর্ণ ভাবে রাজপথে অবস্থানে নাগিনীরা চারি দিকে বিষাক্ত নিশ্বাস ফেলছে আর শান্তির ললিত বাণী শোনাচ্ছে ব্যর্থ পরিহাস????????
( লেখা ৭ই আগস্ট'২০২৫)

No comments:

Post a Comment