প্রকাশ
বিশ্বাস।
কবিতা!
তোমায় নিয়ে যতবার ভেবেছি
লিখব নির্মল এক কবিতা,
আঁকবো নির্দোষ এক শব্দের ছবি, তা
অছিলার ছিলায় তুলে ঢেউ, তুলে টঙ্কার
ঘুরে ফিরে আসে বারংবার
মন মাঝার উদীয়মানের ধ’রে হাত
কবিতায় ছড়িয়ে আগুন উড়িয়ে ফাগুন
হাওয়ায় হাওয়ায় যৌবন বহ্নি ববিতা!
তোমায় নিয়ে কতবার ভেবেছিনু লিখবো
নিষ্পাপ এক নিটোল কবিতা!
যতবার ভাবি আলোময় এক নির্দোষ ছবি
ততবার দেখি কবিতার নামে
দার্শনিকতার ঢেউ তুলে গভীর
প্রেমরসে পূর্ণ তুমি উদীয়মান কবি
রিপু প্রথমার নাও ঘ্রাণ ববিতার ঘামে!
শরীরী উপত্যকার ভাঁজে
রত্ন খোঁজো খাঁজে খাঁজে
শিল্পকে ক’রে বিশ্বস্ত সাথী
তুলির টানে, মসীর বানে
প্রেম ভালোবাসার ভাসায়ে দিয়ে নাউ
উপত্যকা থেকে উপত্যকায় ভেসে ভেসে যাও
উদীয়মান তুমি ববিতার রাঙা সুডৌল চুমি!
দুই হাতে, ধ’রে কষে অজুহাতে শিল্পের ছোঁয়ায়
টিলায় চড়িয়ে দিয়ে নাউ; শরীর থেকে শরীরে
চড়াই উৎরাই পেরিয়ে ..............ছুঁয়ে ছুঁয়ে চলে যাও!!
আমি একাকি চেয়ে চেয়ে শুধু দেখি আর অনুভবি,
কবিতার বুকে ববিতার দিগম্বরী তাও!
লিখব নির্মল এক কবিতা,
আঁকবো নির্দোষ এক শব্দের ছবি, তা
অছিলার ছিলায় তুলে ঢেউ, তুলে টঙ্কার
ঘুরে ফিরে আসে বারংবার
মন মাঝার উদীয়মানের ধ’রে হাত
কবিতায় ছড়িয়ে আগুন উড়িয়ে ফাগুন
হাওয়ায় হাওয়ায় যৌবন বহ্নি ববিতা!
তোমায় নিয়ে কতবার ভেবেছিনু লিখবো
নিষ্পাপ এক নিটোল কবিতা!
যতবার ভাবি আলোময় এক নির্দোষ ছবি
ততবার দেখি কবিতার নামে
দার্শনিকতার ঢেউ তুলে গভীর
প্রেমরসে পূর্ণ তুমি উদীয়মান কবি
রিপু প্রথমার নাও ঘ্রাণ ববিতার ঘামে!
শরীরী উপত্যকার ভাঁজে
রত্ন খোঁজো খাঁজে খাঁজে
শিল্পকে ক’রে বিশ্বস্ত সাথী
তুলির টানে, মসীর বানে
প্রেম ভালোবাসার ভাসায়ে দিয়ে নাউ
উপত্যকা থেকে উপত্যকায় ভেসে ভেসে যাও
উদীয়মান তুমি ববিতার রাঙা সুডৌল চুমি!
দুই হাতে, ধ’রে কষে অজুহাতে শিল্পের ছোঁয়ায়
টিলায় চড়িয়ে দিয়ে নাউ; শরীর থেকে শরীরে
চড়াই উৎরাই পেরিয়ে ..............ছুঁয়ে ছুঁয়ে চলে যাও!!
আমি একাকি চেয়ে চেয়ে শুধু দেখি আর অনুভবি,
কবিতার বুকে ববিতার দিগম্বরী তাও!
No comments:
Post a Comment