Powered By Blogger

Sunday, July 2, 2017

জ্বলো! জ্বালো! জ্বলতে রহো! জ্বালাতে রহো!

হে প্রকাশ! জ্বলো! জ্বালো!! জ্বালাও!!! নিজেকে নিজে বলো, বারবার বলো, হাজারবার বলো, জ্বলো! জ্বালো!! জ্বালাও!!!
নিজেকে নিজে বলো, 'কেউ নেই তোমার সাথে, তুমি একা, তুমি একা, তুমি একা। এসেছো একা, যাবার বেলায়ও একা। কে আছে তোমার সাথে? এই স্বার্থপর পৃথিবীতে কেউ নেই তোমাকে অন্ধকারে আলো ধরবে। কোনও আশা ক'রো না। পেলে ভালো, না পেলেও ক্ষতি নেই। ভয় নেই, ভয় ক'রো না, ভয় পেও না; তোমার সাথে ছিল, আছে ও থাকবে নিরবচ্ছিন্ন একজন! সে তোমার প্রিয়পরম, তোমার পরম উৎস, জীবন্ত আদর্শ, তোমার পরমপিতা জীবন্ত নররুপী ঈশ্বর প্রভু রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ এবং সর্বশেষ এক আধারে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র। তোমার লক্ষ্যকে পূরণ করতে তোমার প্রিয়পরমের প্রতি অচ্যুত, অস্খলিত একাগ্রতা নিয়ে তোমার বুকের ভিতরের আলোকে জ্বালিয়ে নিয়ে পূর্ণশক্তিতে ঝাঁপিয়ে পড়; ঝাঁপিয়ে পড় স্বর্গরাজ্য রচনায়।
আবার বলি, এই রচনায় তুমি একা, একা, একা !!!!!!! কেউ এলে ভালো, না এলেও ভালো; কেউ হাত বাড়ালে ভালো, না বাড়ালেও ভালো, কেউ সাথী হ'লে ভালো, না হ'লেও ভালো, কেউ বন্ধু হ'লে ভালো, না হ'লেও ভালো। তোমায় গালি দিচ্ছে, দিক; তোমায় বাধা দিচ্ছে, দিক; তোমায় অপমান করছে, করুক; তোমার বিরুদ্ধে সবাই জোট বাঁধছে, বাঁধুক; তোমার সব কাজ, পরিকল্পনা লন্ডভন্ড ক'রে দিচ্ছে, দিক; ভয় নেই, একজন আছেন, তিনি সব দেখছেন, শুনছেন আর বলছেনঃ
ডর কিস বাত কি? হাম হ্যাঁয় না! তুম আগে বাড়ো প্রকাশ! প্রকাশিত হোতে রহো, হোতে রহো, হোতে রহো! চিন্তা কিস বাত কি? ম্যায় হু না!!!!! আপনা ল্যাডার আপনি খুদ বনো; আউর চড়তে রহো, চড়তে রহো, চড়তে রহো!!!!!! পিছে দেখনে কা অবসর নেহী। চলো! চলতে রহো!! চালাতে রহো!!! বোলো! বোলতে রহো!! বুলাতে রহো!! জ্বলো! জ্বলতে রহো!! জ্বালাতে রহো!!! ডর কিস বাত কি? কিসকো ডর? কাহেকো ডর? কাহেকো? কিসকো? বেটা ! হাম হ্যাঁয় না! হাম হ্যাঁয় না!! হাম হ্যায় না!!!
তুমি শুধু অকপট হও আর তোমার বুকের ভেতরে যে খেলার মাঠটা শূন্য পড়ে আছে সেখানে তাঁকে খেলতে দাও; হিংসা, নীচতা, কুটিলতা ইত্যাদির আঘাতে তাঁকে ফাউল ক'রে মাঠের বাইরে বের ক'রে দিও না। তাহ'লে মাঠ হবে শূন্য আর শূন্য মাঠ শ্মশান হ'য়ে পড়ে থাকবে অনন্তকাল আর হতাশার দীর্ঘশ্বাস ব'য়ে যাবে ঐ বুকের শূন্য মাঠে!!!!!!
তাই বলি, আবার বলি, জ্বলো! জ্বালো!! জ্বালাও!!!

No comments:

Post a Comment