Powered By Blogger

Wednesday, July 5, 2017

Sonjoy Kantidey কে খোলা চিঠি.........

Sonjoy Kantidey দাদা আপনি আমার ফেসবুক বন্ধু!!!!!!!!!!!!!!!!!
আপনি নিজেকে খুব জ্ঞানী পন্ডিত ইষ্টপ্রাণ ঠাকুরপ্রেমিক ভাবেন? আপনি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম যোগ্য শিষ্য আর কৃষ্টিজাত সন্তান আর আমরা কোটি কোটি দেওঘর 'সৎসঙ্গ'-এর সৎসঙ্গীরা সব চারঅক্ষর? আপনার বোধের নাড়ি, জ্ঞানের নাড়ি এত টনটনে যে আপনি ঠাকুরের একমাত্র বার্তাবাহী ও এত উন্নত আত্মা যে স্বয়ং পরমাত্মা আপনার মধ্যে দিব্যচক্ষু উন্মোচিত ক'রে দিয়েছেন আর আপনার মধ্যে তাঁর নির্দেশ বা নিদেশ দৈববাণী হ'য়ে ঝরে পড়ছে আর আপনি সেই দৈববানী তপস্বীর মত আমাদের মত চার অক্ষরদের ফেসবুকের মধ্যে দিয়ে বিতরণ করছেন!!!!! বাহ বন্ধু বাঃ!!! চমৎকার আপনার সাধনা আর সাধনা লব্ধ জ্ঞান!!!!!!! আপনার জ্ঞান, আপনার তপস্যা, আপনার সাধনা, আপনার ঠাকুরের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে!!!!! সত্যি আপনার বা আপনাদের মত মিষ্টি মানুষেরা থাকতে কোটি কোটি সৎসঙ্গীদের কিসের ভয়, কিসের চিন্তা? কি মিষ্টি মানুষ আপনারা! কি মিষ্টি কথা আপনাদের! কি মধুর ভাষা আপনাদের লেখায় ঝরে পড়ছে আপনাদের কলম দিয়ে ঝর ঝর ঝরণা হ'য়ে!!!!!! আপনার বা আপনাদের মত ইষ্টপ্রাণ, ঠাকুরঅন্তপ্রাণ ঠাকুরপ্রেমী মহাত্মারা থাকতে আমাদের ঠাকুরের আত্মজ বড়দা, অশোকদা, বাবাইদার মত নিকৃষ্ট জীবাত্মাদের উপর নির্ভর করতে হবে!!!!!!!!!??????? ঠাকুরের বলা সোনার সৎসঙ্গী তো আপনারাই আর ঠাকুরের অধম সন্তান বড়দা, বড়দার অধমতর সন্তান অশোকদা, অশোকদার অধমতম সন্তান বাবাইদা আর বাবাইদার অধমের থেকেও যদি নিকৃষ্ট কিছু থাকে সেই সন্তান অবিনবাবু; এরা সবাই তো সোনার পিতলে ঘুঘু সৎসঙ্গী তাই না আমার বন্ধুবর সঞ্জয় কান্তি দে দাদা আর এদের উপর আমাদের ভরসা করতে হবে????
তাই সঞ্জয়দা আনন্দে মন গেয়ে উঠলো, "নাই নাই ভয় হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার............!!!!!!!"
হে ঈশ্বর তুমি কত দয়াময়! হে পরমপিতা! হে দয়াল! তুমি কত করুনাময় যে তুমি আমাদের মাঝে আজ নেই কিন্তু তুমি এই ঘোর ধান্দাবাজের অন্ধকার যুগে সঞ্জয় কান্তি দে বা তাদের মত আরও কত তোমার একান্ত প্রিয় সোনার সন্তানদের রেখে গেছো আমাদের মত দুই অক্ষর, তিন অক্ষর, চারঅক্ষর, পাঁচ অক্ষরদের বাঁচাবার জন্য, অন্ধকার নরক থেকে বড়দা, অশোকাদা, বাবাইদা রূপী ইত্যাদি সোনার পিতলে ঘুঘুদের হাত থেকে রক্ষা করবার জন্য!!!!!!!! তুমি মহান হে পিতা! হে পরমাত্মা! আমরা চার অক্ষর জীবাত্মারা যদি তোমার অজচ্ছল করুণা ও দয়ায় আজ এই পরম প্রিয় বন্ধু মহাত্মা, ভক্তপ্রবর সঞ্জয় কান্তি দে দাদাদের না পেতাম তাহ'লে এই অমূল্য জীবন যে মহাকালের গভীর গর্ভে হারিয়ে যেত তা ভাবলেও ঘুমের মধ্যে শিউড়ে উঠি বারবার!!!!
হে করুণাময়! তুমি তোমার অধম ঔরসজাত আত্মজ বড়দা, অশোকদা, বাবাইদা, অবিনদা ও ঠাকুরবাড়ির অন্যান্য ঠাকুর পরিবারের দাদাদের হাত থেকে উদ্ধার ক'রে সঁপে দিয়েছো নিরাপদ স্বর্গীয় আশ্রয় তোমার কৃষ্টিজাত সন্তান মহাকাশের সপ্ত ঋষির এক ঋষি সঞ্জয় কান্তি দে ও আরও ছয় ঋষির কোলে; এই জন্য তোমায় জানাই অন্তরের অন্তস্থল থেকে কোটি কোটি প্রণাম!!!!!!!!
হে প্রভু! হে দয়াল! তুমি যে কত দয়াময় এখন বুঝতে পারছি!!!! তোমার এই সোনার সপ্ত ঋষিদের ছেড়ে দিয়ে তোমার অধম আত্মজদের আশ্রয়ে এতদিন যে অন্ধের মত, মূর্খের মত আমরা কোটি কোটি দুই অক্ষর, চার অক্ষর ভক্তরা ছিলাম সেই অপরাধে যে তুমি আমাদের কোটি কোটি এই তিন অক্ষর, চার অক্ষর ভক্তদের উপরে দয়াল থেকে ভয়াল হ'য়ে ওঠোনি সেই জন্য কান ধ'রে নাক মুলে নাক খত দিয়ে তোমার কাছে আমরা ক্ষমাপ্রার্থী। তুমি আমাদের ক্ষমা ক'রে দিও হে দয়াল! তুমি আমাদের দয়া ক'রো হে ভয়াল! আর তোমার এই সোনার সপ্ত ঋষিদের জন্য তোমার সমস্ত অন্তর নিংড়ানো দয়া, ভালোবাসা, করুণা সব সব ঝ'রে পড়ুক, ঝ'রে পড়ুক সঞ্জয় দা ও সঞ্জয়দার মত বাকী ঋষিদের উপর অশেষ আশীর্বাদ এই আকুল প্রার্থনা জানাই তোমার রাতুল চরণে।
চোখ খুলে দেবার জন্য অশেষ ধন্যবাদ সঞ্জয়দা আর এই জন্য জানাই পরমপিতার রাতুল চরণে নিষ্কাম প্রার্থনা। পরাজয়গুরু।






No comments:

Post a Comment