তরুন যুব ও ছাত্র নেতা।
দেশের রাজনীতির ময়দানে নতুন নতুন মুখের আবির্ভাব প্রতিনিয়তই আমরা দেখতে পাই। দেখতে পাই দেশের বিভিন্ন প্রান্তে তরুণ যুব ও ছাত্রনেতাদের। সেইসব তরুণ যুবনেতা ও ছাত্রনেতাদের মুখের কথা ও ভাষা আজ আর অবাক বা স্তম্ভিত করে না মনকে! বাঁদরের পোঁদের মত কড়া পড়ে গেছে মনে আর গন্ডারের চামড়ার মত হ'য়ে গেছে শরীরের চামড়া!!! তাদের অর্থাৎ আজকের নব্য তরুণ যুবা রাজনীতির আইকনদের শরীরী ও মুখের ভাষা প্রমাণ করে দেশে আজ মাথার কাজ পায়ে করছে!!!! এদের জীবন, এদের চরিত্র, এদের মুখের ভাষা প্রমাণ করে যে, দেশের পূর্বসূরীরা কেমন ছিল, কেমন ছিল তাদের চরিত্র, কেমন ছিল তাদের মানসিকতা, কেমন ছিল তাদের শিক্ষা-দীক্ষা, কেমন ছিল তাদের ব্যবহার, কেমন ছিল তাদের ব্যক্তিগত জীবন আর সর্বোপরি কেমন ছিল তাদের বায়োলজিক্যাল মেকআপ!!!!!!!!
আর, মানুষ, সাধারণ মানুষ সম্মোহিতভাবে চেয়ে থাকে, শুনতে থাকে তাদের কথা ও ভাষা!
ঠিক এই যখন মানসিক অবস্থা ঠিক তখনি চোখে পড়লো The greatest phenomenon of the world শ্রীশ্রীঠাকুরের বাণী!!!! শ্রীশ্রীঠাকুর বলেছিলেন,
জেনে রেখো ---বিচারের দিন যখনই আসুক না কেন,
অন্যের প্রতি তোমার প্রত্যেকটি
অসাবধান বাক্যের
জবাবদিহি ক'রতে হবে,
তোমার বাক্যই তোমাকে
বিমোচিত বা বিমর্দ্দিত ক'রবে।।
--#শ্রীশ্রীঠাকুর_অনুকূলচন্দ
No comments:
Post a Comment