কেউ কি ভালোবাসার কথা বলবে না!?
কেউ কি প্রেমের বাতাস ছড়াবে না!?
কেউ কি নেই প্রেম ভালোবাসার জন্য জীবন বলি দেবে?
সবাই রেগে আছে! ঘরে বাইরে সবাই তপ্ত, উত্তপ্ত!
সবাই ছড়াচ্ছে ক্ষোভের আগুন!
সত্যি হ'ক আর মিথ্যা হ'ক, বানিয়ে বানিয়ে হ'ক আর ইতিহাস ঘেটে হ'ক
সবাই আজ হিতাহিতজ্ঞানশূন্য!
ধর্ম, শিক্ষা, রাজনীতি
সব নীতির আঙিনায় ধুন্ধুমার।
মিছিলে মিটিংয়ে মাইকে হুংকার,
আলোচনার টেবিলে হুংকার,
মিডিয়ায় হুংকার, কবিতায়, সাহিত্যে হুংকার!
কলমের ডগায় আগুন,
রঙ তুলিতে, সিনেমায় নাটকে গানে আগুন!
শুধু বাদ প্রতিবাদে মার কাটারি আগুনে হুংকার!
সত্যের বিরুদ্ধে মিথ্যা, মিথ্যার বিরুদ্ধে সত্য,
সৎ-এর বিরুদ্ধে অসৎ আর অসৎ-এর বিরুদ্ধে সৎ,
হিংসার বিরুদ্ধে অহিংসা, অহিংসার বিরুদ্ধে হিংসা
সবাই আজ খড়্গহস্ত!
ইতিহাসের পুনরাবৃত্তি!
এলিট সমাজ হয় মুখে কুলুপ আটা ভীষ্ম
নতুবা নিজ নিজ এজেণ্ডায় মুখর!
বিদ্রোহ বিপ্লবের তুলছে তুফান।
হে মানব! শান্ত হও।
চিত্ত শান্ত স্নিগ্ধ রাখো উত্তাপের মাঝে।
মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসৎ-এর বিরুদ্ধে মুখর হও,
জ্বালাও আগুন কিন্তু মনে রেখো
সেই মুখরতায় যেন বিষাক্ত নিশ্বাস না ছড়িয়ে পড়ে,
নিয়ন্ত্রণহীন আগুনের ভয়াবহতায়
জ্বলে খাক না হ'য়ে যায় মনুষত্বের মূল বুনিয়াদ।
এসো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হও,
কঠোর কঠিন প্রতিরোধ গড়ে তোলো,
কড়া হাতে দমন করো অন্যায়কে কিন্তু ন্যায়ের ওপর দাঁড়িয়ে,
হিংসাকে রুখে দাও পাথুরে মনোভাবে কিন্তু হিংসা দিয়ে নয়,
হিংসাকে হিংসা করো দয়ালের আহবানে
আর নিজের ওপরে হওয়া অন্যায়কে সহ্য করো।
কিন্তু রুখে দাও, দমন করো, নিকেশ ক'রে দাও
অন্যের ওপর হওয়া অন্যায়কে, নির্মম নিষ্ঠুরতাকে।
আর প্রেম ভালোবাসায় ভরিয়ে দাও বিশ্ব চরাচর।
শয়নে স্বপনে জাগরণে ধ্বনিত হ'ক
আর চরিত্রে গড়ে উঠুক
প্রেমময় জীবন্ত ঈশ্বরের বাণীঃ
প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে রাখো।--------প্রবি
No comments:
Post a Comment