Powered By Blogger

Friday, September 6, 2019

গুরুভাইবোনেদের প্রতি,

সবাইকে জানাই জয়গুরু। সাধারণ ও অদীক্ষিত মানুষ আজ অন্ধকারে! আসুন তাদের ও দীক্ষিত গুরুভাইবোনেদের সচেতন ও সতর্ক করার সময় এসেছে। সৎসঙ্গ বিরোধীদের ঠাকুর ও ঠাকুর পরিবারের বিরুদ্ধে নিরন্তর অন্তহীন অসত্যকে পরিকল্পিতভাবে তুলে ধরার যে ঘৃণ্য নরক তুল্য মানসিকতা এবং নোংরা অশ্লীল অসভ্য জংলী ভাষা প্রয়োগ ও ছবি প্রচারের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ (আমার লেখা বিভিন্ন আর্টিকেল/প্রবি) শেয়ার ক'রে দীক্ষিত-অদীক্ষিত আম বাঙালির কাছে বিরোধীদের প্রকৃত উদ্দেশ্য ও অবস্থান পৌঁছে দিই, যেন কোনরকম তর্ক ঝগড়ায়, অশ্লীল বাক্য প্রয়োগে আমরা জড়িয়ে না পড়ি। জয়গুরু।

No comments:

Post a Comment