আপনাদের অনেকের আমার লেখার বিষয়ে কমেন্ট, মেসেজ, ফোন কল আমাকে আপ্লুত ও উদ্দীপ্ত ক'রে তুলেছে। ব্যক্তিগতভাবে হয়তো সবসময় আপনাদের সবার উত্তর দিতে পারিনি, পারিনা আর তাই জন্য মনটা খারাপ হ'য়ে থাকে। আমার লেখার মধ্যে দিয়ে আপনাদের মনের কথা তুলে ধরতে পারার জন্য নিজেকে ভাগ্যবান ব'লে মনে হচ্ছে! আপনাদের পরিচিতজনদের মত বহু মানুষ বহু জন্মের সাধনার ফলস্বরূপ ঠাকুরকে জীবনে পেয়েও প্রকৃত সঙ্গের অভাবে আজ 'কাল ও কর্মে'-র জালে জড়িয়ে গিয়ে হারিয়ে গেছে, যাচ্ছে ও যেতে বসেছে!!!! এর জন্যে আমরা গুরুভাইবোনেরাই দায়ী। আমরা ঠাকুরকে গ্রহণ করেছি অথচ তাঁর দেওয়া বিধানের 'বি' মানি না, মেনে চলি না!!!! আবার সঙ্গের গুণেই মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পায় সেটাও আপনাদের দেখা বহু মানুষের আচরণে প্রমাণিত সেই কথাও আপনারা আমায় আমার লেখার সমর্থনে অকপটে জানিয়েছেন! তাই বলি, যেখানেই থাকুন সঙ্গ খুঁজে নিন; তা সে বাঙালি-অবাঙালি হ'ক, সৎসঙ্গী হ'ক আর নাই হ'ক, যেই হ'ক দেখে নিন, বুঝে নিন, নিরখ পরখ ক'রে নিন যে সঙ্গ করছেন তা জীবনীয় কিনা, নাকি মরণীয়! আমি সবাইকে যা বলি আপনাদেরও তাই বলছি, 'যেমন সঙ্গ তেমন ভাব, যেমন ভাব তেমন লাভ'! ভালো থাকবেন। জয়গুরু।-----------প্রবি।
No comments:
Post a Comment