হে যৌবন! পাগলা ঘোড়ায় বসেছো চেপে ছুটে চলেছো দিগন্ত পার!
দিগন্ত শেষে পৌঁছে দেখ দিগন্ত গিয়েছে সরে বহুদূরে আবার!
এমনিভাবেই বেলা গেল দিগন্ত দিল না ধরা!
জীবন মাঝে শুধুই আঁধার, শুধুই ধু ধু খরা!!
হে যৌবন! পাগলা ঘোড়ায় বসো চেপে কিন্তু
নিজেই জানো না যৌবন ঘোড়া তোর পাগলা!
বেলা শেষে জীবন সুরজি যখন গেল পাটে
ঘনায় চোখে ঘোর অন্ধকার শুরু হাহাকারের পালা!
যৌবন কারো চিরদিন নয় অল্প কদিনের জন্যে জেনো
বার্ধ্যক ঘাড়ে ফেলছে নিঃশ্বাস ছায়া হবে কিন্তু দীর্ঘতর!
সেদিন কিন্ত ঘোড়া ছুটবে না আর ক্লান্ত বিধ্বস্ত হবে শরীর
হামাগুড়ি দেবে তুমি যৌবন হেকমতি দেখিয়েছিল যে হিমালয় বীর!
জীবন মাঝে জীবন খুঁজে চেয়েছিলে পেতে যৌবনের হাত ধরে
জীবন রূপে মরণ এসে দিল ধরা জীবন সেথায় মাথা খুঁড়ে মরে।
মাতাল জীবন, মাতাল যৌবন, মাতাল তোমার রিপু ছয়!
ছয়ের ফাঁদে বেহাল তুমি বৃত্তি নেশায় জীবন ক্ষয়।
বৃত্তির টানে ছিন্ন তুমি ভিন্ন তোমার সত্তা!
বৃত্তি টানে ক্ষতবিক্ষত তুমি বৃত্তি নেশায় ভর্তা।
জীবন মাঝে যৌবন সত্যি তুমি জীবন খুঁজে পেয়েছো কি!?
হতাশার দীর্ঘশ্বাসে ভারী হ'য়ে আসে তোমার জীবন আকাশ
কি নিয়ে কাটাবে বাকি জীবনের শেষের দিনগুলি!?
এখনও তোমায় বলছি যৌবন আমার কথা শোনো
জীবন মাঝে পাবে খুঁজে সাত রঙা রঙ আমার কথা যদি মানো!
জীবন খুঁজে পাবে তুমি যৌবন আমার সাথে যদি আসো
মহাজীবন ডাকছে তোমায় তোমার জীবন মাঝে তাঁকে রাখো।
জীবন খুঁজে পাবে তুমি নিশ্চয় ক'রে বলছি আমি ঐ জীবন মাঝে!
বেসামাল জীবন তোমার সামলে যাবে, সামলে যাবে জীবন সাঁঝে!
--------------------প্রবি।
দিগন্ত শেষে পৌঁছে দেখ দিগন্ত গিয়েছে সরে বহুদূরে আবার!
এমনিভাবেই বেলা গেল দিগন্ত দিল না ধরা!
জীবন মাঝে শুধুই আঁধার, শুধুই ধু ধু খরা!!
হে যৌবন! পাগলা ঘোড়ায় বসো চেপে কিন্তু
নিজেই জানো না যৌবন ঘোড়া তোর পাগলা!
বেলা শেষে জীবন সুরজি যখন গেল পাটে
ঘনায় চোখে ঘোর অন্ধকার শুরু হাহাকারের পালা!
যৌবন কারো চিরদিন নয় অল্প কদিনের জন্যে জেনো
বার্ধ্যক ঘাড়ে ফেলছে নিঃশ্বাস ছায়া হবে কিন্তু দীর্ঘতর!
সেদিন কিন্ত ঘোড়া ছুটবে না আর ক্লান্ত বিধ্বস্ত হবে শরীর
হামাগুড়ি দেবে তুমি যৌবন হেকমতি দেখিয়েছিল যে হিমালয় বীর!
জীবন মাঝে জীবন খুঁজে চেয়েছিলে পেতে যৌবনের হাত ধরে
জীবন রূপে মরণ এসে দিল ধরা জীবন সেথায় মাথা খুঁড়ে মরে।
মাতাল জীবন, মাতাল যৌবন, মাতাল তোমার রিপু ছয়!
ছয়ের ফাঁদে বেহাল তুমি বৃত্তি নেশায় জীবন ক্ষয়।
বৃত্তির টানে ছিন্ন তুমি ভিন্ন তোমার সত্তা!
বৃত্তি টানে ক্ষতবিক্ষত তুমি বৃত্তি নেশায় ভর্তা।
জীবন মাঝে যৌবন সত্যি তুমি জীবন খুঁজে পেয়েছো কি!?
হতাশার দীর্ঘশ্বাসে ভারী হ'য়ে আসে তোমার জীবন আকাশ
কি নিয়ে কাটাবে বাকি জীবনের শেষের দিনগুলি!?
এখনও তোমায় বলছি যৌবন আমার কথা শোনো
জীবন মাঝে পাবে খুঁজে সাত রঙা রঙ আমার কথা যদি মানো!
জীবন খুঁজে পাবে তুমি যৌবন আমার সাথে যদি আসো
মহাজীবন ডাকছে তোমায় তোমার জীবন মাঝে তাঁকে রাখো।
জীবন খুঁজে পাবে তুমি নিশ্চয় ক'রে বলছি আমি ঐ জীবন মাঝে!
বেসামাল জীবন তোমার সামলে যাবে, সামলে যাবে জীবন সাঁঝে!
--------------------প্রবি।
No comments:
Post a Comment