ইগো সমস্যাই দেশ, জাতি, সমাজ, সংসার ধ্বংস হওয়ার মূল কারণ। ইগো ভয়ানক এক ব্যাধি। ইগো সমস্যা থেকে কেউই মুক্ত নয়। তাই এই পৃথিবীতে মহাত্মা কেউ নয়। পরমাত্মা আর জীবাত্মার মাঝে তাই কেউ নেই, কিছু নেই। পরমাত্মা একমাত্র ইগো মুক্ত। সেই এক ও অদ্বিতীয় পরমাত্মা হ'লেন রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ ও সর্বশেষ The greatest phenomenon of the world শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র। আর তাদের প্রধান ভক্তরা হ'লেন একমাত্র মহাত্মা। বাকী সব জীবাত্মা।( লেখা ২৬শে নভেম্বর'২০২২)
ভাঙার মন্ত্র শিখলে শেষে সৎসঙ্গে এসে!
দয়াল প্রভু চেয়ে আছেন মিষ্টি হাসি হেসে!!
বাংলাদেশের পাবনা জেলার হিমায়েতপুর গ্রামে
দয়াল ঠাকুর জন্ম নিলেন অনুকূল নামে!
রাম কৃষ্ণ বুদ্ধ যীশু হযরত রসুল
মহাপ্রভু রামকৃষ্ণ হ'য়ে অনুকূল!! ( লেখা ২৬শে নভেম্বর'২০১৯)
No comments:
Post a Comment