কোথায় ঠাকুর? রামকৃষ্ণ ছাড়া কোথায় নরেনের বিবেক?
কোথায় আনন্দ? সবটাই উপহাস!!
বিবেকানন্দ আমজনতা
সবার প্রিয়, সবার খাসা আশা!ভক্তের হৃদমাঝারে আছে শুধু
ঠাকুর রামকৃষ্ণের বাসা!!
ঠাকুর রামকৃষ্ণে অ্যালার্জী!
বাচ্চা বুড়ো জোয়ান খুড়োনারীপুরুষ থুড়থুড়ো বিবেকানন্দে এনার্জী!!
( লেখা ২৭শে নেভেম্বর' ২০১৭)
শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, বাবা-মা
নাকি নিজে তুমি?
ছাত্র জীবন নষ্ট হ'লো কার দোষে?
কাকে দেবে দোষ, কে অপরাধী?শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, বাবা-মা
নাকি নিজে তুমি?
পিছন থেকে ঢালছো বিষ অহর্নিশ
ভাবছো থাকবে তুমি ভালো?শেষের সেদিন ভয়ঙ্কর!
ভীষণ অন্ধকার কালো!!
ঠাকুরের 'স্বতঃ অনুজ্ঞা' কি করেছো পাঠ,
করেছো কি আত্মস্থ?
সৎসঙ্গী! দয়াল তোমার মুখপানে আছেন চেয়ে
হ'য়ে ভীত সন্ত্রস্ত!!
বন্ধু! তুমি দিচ্ছো লম্প মারছো ঘাই
তুমি কি সৎসঙ্গী?দয়াল তোমায় ডাকছে তাই
হ'তে একাঙ্গি!
( লেখা ২৭শে নেভেম্বর' ২০১৯)
অখিলেশ যাদবরা ঘরে ঘরে
বয়সকালে মূলায়ম একঘরেঅখিলেশ বুঝবে সেদিন মূলায়মের জ্বালা
যেদিন অখিলেশের আসবে মূলায়ম হবার পালা।
( লেখা ২৭শে নেভেম্বর' ২০২১)

No comments:
Post a Comment