কালো টাকা উদ্ধারের জন্য ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর বিরুদ্ধে ও পক্ষে প্রতিবাদ ও সমর্থনের ঝড় উঠেছে। সাধারণ মানুষের দুর্ভোগও কম নয়। বাতিল হয়েছে নোট। চলছে দুর্ভোগ। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তে গোটা দেশ উত্তাল। কেউ সঠিক বলছেন তো কেউ কেউ বেঠিকও বলছেন এই সিদ্ধান্তকে। ভারতকে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ বলা হয়। এখানে সাধারণ মানুষ নিজের মতামত প্রকাশ করতে পারে নানাভাবে এবং ভোটের মাধ্যমে তার প্রকাশও ঘটে। এমন সিদ্ধান্ত নেওয়া হলে দেশের সাধারণ মানুষ প্রবল সমস্যায় পড়ে যাবেন এবং বিভিন্ন বিরোধী দল যে বিরোধিতা করবে এ কথা প্রধানমন্ত্রী জানতেন এবং এই সিদ্ধান্তের সুফল পক্ষে না গিয়ে বিপক্ষেও যেতে পারে তা' জানা সত্ত্বেও তিনি এমন কঠোর সিদ্ধান্ত নিতে দুবার ভাবলেনও না।
যাই হ'ক এখন দেশ জুড়ে পক্ষ-বিপক্ষ উন্মাদনা তুঙ্গে এবং সংসদ উত্তাল। ঠিক এমনি পরিস্থিতি তৈরী হয়েছিল ইন্দিরা গান্ধীর জরুরী অবস্থা ঘোষনার সময়ে। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণের কারণে দেশজুড়ে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয় সে পরিস্থিতি বিশ্বের কাছে কি প্রমাণ করে? ভারতবর্ষ বিশ্বের বৃহৎ লোকতান্ত্রিক দেশ না নেতাতান্ত্রিক দেশ? ভারতবর্ষে কোনটা শক্তিশালী লোকতন্ত্র না নেতাতন্ত্র?( লেখা ২৬শে নভেম্বর'২০১৬)।
No comments:
Post a Comment