Powered By Blogger

Tuesday, November 25, 2025

কবিতাঃ ফিরে দেখা।

আর কিছু সঞ্চয় করতে পারি আর না পারি

জীবন নদীর তীরে সঞ্চয় আছে মোর
পরনিন্দা, পরচর্চা, হিংসা, কুৎসা, গালাগালি,
বদনাম, অপমান, অশ্রদ্ধা, অসম্মান আর  

দোষ, ত্রুটি করা ও ধরা আর দলাদলি?

আমি সযত্নে করেছি সঞ্চয় জীবন ভর

যা কিছু অবগুণ আছে জগতে খালি?

তীরের সঞ্চয় পড়ে আছে তীরে

ভাঙ্গা জীবন নদীর কূলে,   

দয়ালকে পেয়েও তুচ্ছ নুড়ি মনে ক’রে

পরশ পাথর দিয়েছি ছুঁড়ে ফেলে?
সব হারিয়ে আজ আমি একা নিজের ভুলে? প্রবি।

No comments:

Post a Comment